আজ ও গতকাল যথাক্রমে ৬০জন ও ৯০জন মেহমান ইফতার করেছেন সম্মানিত ডোনারদের উপহার দেয়া ইফতার দিয়ে।
আমাদের আয়োজন খুবই সাদামাটা হওয়া সত্ত্বেও(অল্প পরিমান গরুর মাংস দিয়ে খিচুড়ি, শসা, খেজুর আর শরবত) মেহমানগন তৃপ্তি সহকারে ইফতার করেন এবং ডোনারদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া করেন প্রতিদিন।
বাজেট স্বল্পতার জন্য এইবার গত দুইবছরের চেয়ে আমাদের কম মেহমানকে বলা হচ্ছে, কারন আমরা যেহেতু শুরু করেছি, সারা মাস ব্যাপী এই আয়োজন চালিয়ে যেতে চাই।
সম্মানিত ডোনারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের অনুরোধে সারা দেয়ার জন্য।
Happiness is Sharing Iftar with others. Sharing is Caring
No comments:
Post a Comment