সম্মানিত ডোনারদের শেয়ার করা ইফতার দিয়ে আজ আমরা ৭০ জন মেহমানকে ইফতার ও রাতের খাবারের দাওয়াত দিয়েছিলাম।
আজকের ইফতার মেনুতে ছিলো খেজুর,শরবত,ছোলা,মুড়ি,বুন্দিয়া,শসা আর টমেটো।
রাতের খাবারের মেনুতে ছিলো সাদা ভাত, ডিম ভুনা, বেগুন আলু ভাজি, আর গরুর মাংস।
গতকাল ৫ম রোজায় আমাদের মেহমান ছিলেন ৬৫জন। ইফতার মেনু ছিলো বিফ খিচুড়ি, শসা আর খেজুর।
আমাদের মেহমানরা One Taka Fund এর সম্মানিত ডোনারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রতিদিন মেহমানদের আপ্যায়নের + রান্না বান্নার সমস্ত দ্বায়িত্ব সুন্দরভাবে আয়োজনের জন্য Saifullah Bin Ashraf ও তাঁর পরিবারের প্রতি Onetakafund অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করছে।
আপানাদের ইচ্ছা/সাপোর্ট থাকলে এই বছরও আমরা মাস জুড়ে ইফতারের আয়োজন করতে চাই।
ছবিঃ আজকের ইফতার + রাতের খাবার
No comments:
Post a Comment