You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Friday, March 31, 2023

Happiness is Sharing Iftar3: 6th to 8th Ramadan

 


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার খামার নকুলা গ্রামে One Taka Fund এর(পড়ুন ডোনারদের) সার্বিক সহায়তা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে ৬ষ্ঠ,৭ম ও ৮ম রোজায় যথাক্রমে ৬০জন,৬৫জন ও ১৫০জন রোজাদারকে ইফতার করানো হয়।



 আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ১ম রোজা থেকেই আপনাদের আন্তরিকতাপূর্ণ ডোনেশনের মাধ্যমে ইফতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। রোজাদারগণ আমাদের এই আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আমরা আশাবাদী এই ইফতার প্রজেক্ট পুরো রোজার মাসজুড়ে চলমান থাকবে। 

সবার সার্বিক সহায়তা ও আন্তরিকতা একান্তভাবে কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম সাধনাকে কবুল করুক। আমীন।।

 

Wednesday, March 29, 2023

Wheel Chair: A Story of Happiness


 

 










১৪ বছর বয়সী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বখশীগঞ্জ গ্রামের মোঃ আশরাফুল ইসলাম একজন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর। সে মোঃ লামিম রহমান এর ছোট ভাই। আমরা যেদিন লামিম কে হুইলচেয়ার টি উপহার দিয়েছিলাম সেদিনই ঠিক করেছিলাম যে আশরাফুলকেও একটি হুইলচেয়ার দিবো। কারন সেদিন আশরাফুলকে চেয়ারের সাথে বেধে রাখা হয়েছিলো যেন পড়ে না যায়। এটা দেখে রাকিবুল হাসানের কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করাতে Onetakafund এর Gift Fund থেকে আশরাফুলকেও আরেকটি হুইলচেয়ার দেওয়া হলো। উল্লেখ্য যে আশরাফুল ও লামিম এর আব্বা একজন দিনমজুর, উনার ইচ্ছা থাকলেও ছেলেদের জন্য হুইলচেয়ার কেনার সামর্থ্য নাই।

হুইলচেয়ার টি পেয়ে আশরাফুল ও তার পরিবার অত্যন্ত খুশি হয়েছেন!

এটাই আমাদের  Story of Happiness..

 

এই Story of Happiness এর জন্য বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই বন্ধু এনামুল হক সরকার, মিজানুর রহমান, সমীর কুমার দাস ও উদয়ন ঘোষ তপুকে। 

রাকিবুল হাসানকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আশরাফুলকে হুইলচেয়ারটি পৌঁছে দেওয়ার জন্য।

 
 
 
 

Happiness is Sharing food

 

From Rakibul Hasan's Facebook Page

One Taka Fund is Grateful to Rakibul Hasan to give us chance to sharing Ifter items with 12Families at Badarganj, Rangpur

Happiness is Sharing Iftar2

 Happiness Story in Pictures on 5th Ramadan



গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর গ্রামের একটি এতিমখানা+মাদ্রাসায় ২৫জন বাচ্চাকে মেহমানদারীর সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। বাচ্চাদের আমরা ইফতার এর পাশাপাশি রাতের খাবারের ব্যবস্থা করেছিলাম রাশেদুজ্জামান রণ ভাইয়ের তত্ত্বাবধানে। রাশেদুজ্জামান রণ ভাইয়ের কারনেই বাচ্চাদের ইফতারকে Colorful করা সম্ভব হয়েছে। রাশেদুজ্জামান রণ ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। ছবিতেই রয়েছে বাকি গল্প। 

সম্মানিত ডোনারদের আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি, নাহলে এই উদ্যোগ কখনোই সম্ভব হতোনা। 

আপনারা জেনে খুশি হবেন যে একই দিনে (৫ম রোজায়) আমরা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নে ৩০জন মেহমানকে খেজুর, শসা, শরবত ও খাসির খিচুরী দিয়ে ইফতার আপ্যায়ন করেছি। 
উল্লেখ্য যে আমাদের ইচ্ছা বাকি রোজা গুলিতেও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইফতার এর আয়োজন চালিয়ে যাওয়ার।
তাই আপনারা চাইলে অন্যের সাথে ইফতার শেয়ার করতে পারেন আমাদের মাধ্যমে। 



Tuesday, March 28, 2023

Lamim's Smile is our Story of Happiness

 


১৭ বছর বয়সী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বখশীগঞ্জ গ্রামের মোঃ লামিম রহমান একজন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর।

লামিমের আব্বা একজন দিনমজুর, উনার খুব শখ ছিলো ছেলের জন্য একটা হুইল চেয়ার কেনার কিন্তু সংসারের ন্যূনতম খাবার খরচের চাহিদা মেটাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে হুইল চেয়ার কেনার কথা স্বপ্নে ভাবা গেলেও বাস্তবে সেটা প্রায় অসম্ভব। 

রাকিবুল হাসান একজন আলোকিত তরুণ যার ইচ্ছা মানুষের মুখে হাসি ফোটানো। আমরা ভাগ্যবান যে, রাকিবুল হাসান এর সাথে পরিচয় হয়েছে। রাকিবের কাছেই আমরা লামিমের ব্যাপারে জানতে পেরেছি।

লামিম ও তার পরিবারের মুখে হাসি ফোটাতে পেড়ে আমরা খুবই আনন্দিত ও নিজেদের ভাগ্যবান মনে করছি এবং এটা One of the Best Story of Happiness of One Taka Fund.

Faysal Ibne Khair ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, উনি উনার যাকাতের অংশ আমাদেরকে দান করাতেই এতো দ্রুত লামিমের  হুইল চেয়ার এর চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে। 



 





From Rakibul Hasan's Facebook page https://www.facebook.com/profile.php?id=100089268957676 


Happiness is Sharing Ifter

 


Monday, March 27, 2023

We are Grateful to Faysal Ibne Khair Shawon Bhai

 We are Grateful to Faysal Ibne Khair Shawon Bhai for Choosing One Taka Fund to donate his Zakat.



Sunday, March 26, 2023

Little Sadipto is our New Member

We are delighted to inform you that a new Member joined One Taka Fund Today..

Our new member is Sadipto from USA, he is only 5Years old.

Sadipto is our 293th Donor and he donated for 12 Members hence is Member Code is DF12

Actually his parents are our Donors (74th & 75th) from the very beginning.


Another good news is that Sadipto's father donated 3000tk more at One Taka Gift Fund.

  

Friday, March 24, 2023

Udayan Ghosh again donated for 39 Members

We are Happy to inform you that Udayan Ghosh Tapu again donated for 39Members. 

He is with OneTakaFund from the very beginning. He is our 51st Member. 

On 22nd March 2023 he donated for his family members including him as follows:




FYI, we are now family of 292 Donors with 1070 Members

We are Thankful & Grateful to Udayan Ghosh Tapu for helping us to help others..





Saturday, March 11, 2023

We can continue if you wish






 

 

 

 

 


গত বছর রোজায় সম্মানিত ডোনারদের মহতী উদ্যোগে আমরা ৫৭৫ জন রোজাদারকে ইফতার উপহার দিতে পেরেছি । ৩৭৫জনকে ইফতার এর পাশাপাশি রাতের/সেহেরির খাবারও উপহার দিতে পেরেছি।
রাতের খাবার+ইফতার এ গড় খরচ হয়েছিলো ৯০ টাকা (মোট ৩৪০০০ টাকা) আর শুধু ইফতার বাবদ গড় খরচ হয়েছিলো ৩০ টাকা মাত্র (মোট ৬০০০ টাকা)।

আশা করছি এবারো সম্মানিত ডোনারদের উদ্যোগে ইফতার উপহার দিতে পারবো ।

তবে জিনিসপত্রের অতিরিক্ত মূল্য বাড়ার কারনে হয়তো এবার ইফতার বাবদ গড়ে ৪৫ টাকা এবং রাতের খাবার+ইফতার এ গড় খরচ ১২০ টাকা লাগবে।