You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Story of Happiness

Here is some Story of Happiness by the CSE2KSUST fund provided to One Taka Fund



#1 আতাউর ভাইকে সমিতির সুদ থেকে দূরে রাখার ক্ষুদ্র প্রয়াস

আতাউর রহমান ভাই একজন পরিশ্রমী মানুষ। রাত-বিরাতে যখনই হোক, তাঁকে কল দিয়ে কোথাও পাঠালে, না নেই। ঊর্ধ্ব মুল্যের বাজারে একদিকে বাবা-মা এবং নিজের পরিবারের খরচ যোগাতে গিয়ে ভদ্রলোক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। মড়ার উপর খড়ার ঘা হিসাবে তাঁর ভ্যানের ব্যাটারিটাও অচল হয়ে পড়ে...

তখন ভদ্রলোক মহা দুশ্চিন্তায় পড়েন। নতুন ব্যাটারি কিনতে ২৫হাজার প্রয়োজন যেটা যোগাড় করা অসম্ভব ভেবে সমিতি থেকে লোন নিয়ে সমাধানের চিন্তা করছিলেন। সমিতির ২৫হাজার টাকার লোন সুদ বাবদ পরিশোধ করতে হবে ৮/৯ হাজার টাকা বেশি।

ভাগ্য ভালো যে রাশেদুজ্জামান রণ ভাই ব্যাপারটা জানতে পেরে ফোন দিয়ে ডিটেইলস জানালেন কিন্তু তৎক্ষণাৎ ২৫হাজার আমাদের ফান্ডে ছিলোনা বিধায় উনাকে না করে দেই,
 কিন্তু সত্যি কথা বলতে খুব অস্বস্থি কাজ করছিলো সমিতির সুদের কথা টা জানার পর থেকে। কিছুক্ষণ পর রাশেদ ভাইকে জানাই যে টাকাটা সপ্তাহ খানেকের মধ্যে ম্যানেজ করে দিলে হবে কিনা মানে কিছু বাকি রাখা যাবে কিনা। রাশেদ ভাই বললেন খুবই সম্ভব যেহেতু ব্যাটারি যেখান থেকে কেনা হবে তিনি উনার পরিচিত।

শুরু হলো আতাউর ভাইয়ের Story of Happiness 

আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু উনার কিছু বাড়তি ঋণ রয়েছে আমরা ২৫হাজার টাকা সবটা ফেরত নিবো না, যাকাত ফান্ড থেকে ৫০০০টাকা adjust করবো। সমিতি থেকে লোন নিলে হয়তো নিয়মিত টাকা শোধ করতে পারলেও / হাজার টাকা বাড়তি দিতে হতো, এখন সেটা ৫হাজার টাকা কমেই হয়ে যাবে।

 

#02 Shafiqul Islam

শফিকুল ইসলাম একটি বেসরকারী প্রতিষ্ঠানে ৪র্থ শ্রেণীর একজন কর্মচারী। ঈদের বোনাস যা পেয়েছিলেন তা পরিবারের জন্য ঈদের বাজার করেই সব শেষ। কথা প্রসঙ্গে একদিন বললেন এইবার উনার মেয়ে উনাদের সাথে ঈদ করবেন, সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে নাতনি হবার পর প্রথম নানা বাড়িতে ঈদ করবে। খুশির ব্যাপারটাই চিন্তার কারন হয়েছিলো শফিক ভাইয়ের জন্য, কারন উনার শখ মেয়ে, মেয়ের জামাই নাতনীর জন্য উপহার কিনবে্‌ন কিন্তু হাত তো খালি। কয়েক জায়গায় ধার চেয়েও নেগেটিভ উত্তর পেয়েছেন। যেহেতু ধার টা তিনি শোধ করতে পারবেন আস্তে ধীরে তাই রাজি হননি কেউই। শুনলাম উনার মাত্র ৫০০০ টাকা ধার দরকার কিন্তু শোধ করতে পারবেন কয়েক মাসে।

তাই খুব সহজেই মিলে গেলো সুযোগ, কাকতালীয় ভাবে ওইদিনই দুপুরের আগেই ১৯৬০০০ টাকা ঢুকেছিলো আমার Account এ  CSE2KSUST Fund এর টাকাটা। শফিক ভাইয়ের উপহার কেনার শখ মেটানোই আমাদের Story of Happiness।

#03 Buying Laptop for EEE Student, SUST

আমাদের ভারসিটির EEE এর একজন ছাত্রীর একটা Laptop এর প্রয়োজন ছিলো খুব। বাসায় বলতে চাচ্ছিলো না দামের কারনে। তাঁর এক রুমমেটকে জানালে আমরা সেটা আরেকজনের মাধ্যমে জানতে পারি। Laptop এর প্রয়োজন কিন্তু উপহার নিবেনা, লোন চাচ্ছিলো ৬মাসে শোধ করে দিবে যেহেতু টিউশনি করায়। যদিও সে টিউশনি করে যা পেতো সেটা যদি ৬মাসে শোধ করতো তাঁর বেশ কস্টই হতো হয়তো। তাই উল্টা প্রস্তাব দিলাম ১২ মাসে পারবে কিনা ফেরত দিতে। সে তো মহা খুশি। এবং আসলেই সে প্রতি মাসে ২৫০০ টাকা করে শোধ করে যাচ্ছে ১মাস শুধু গ্যাপ ছিলো। ১২ মাসে ২৭৫০০ টাকা ফেরত দিয়ে দিয়েছে। আর মাত্র ২৫০০ টাকা বাকী,যা সামনের মাসেই ফেরত দিয়ে দিবে। এটাও হয়তো মিস হতো না, এই ঈদের জন্য হয়তো কেনাকাটা করবে, তাই অনুরোধ করেছিলো ১মাস পরে দিলে সমস্যা হবে কিনা। আমিও খুব খুশি যে SUST এর একজনের Story of Happiness এর সুযোগ পেয়েছি বলে।

 

#04 Loan for Medical Test of a Kidney Patient

একজন কিডনী রুগীর বেশ কিছু মেডিক্যাল টেস্টের জন্য ৮০০০টাকা ধার দিয়েছি। যখন পারবেন তখন ফেরত দিবেন বলাতে চোখে মুখে ছিলো অন্যরকম কৃতজ্ঞতা। ৪ মাসেই সেটা শোধ করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন এটাই চাই।

 #05 Loan for buying Peanuts

পাইকারি দামে বাদাম কিনে একটু বাড়তি লাভের আশায় জনাব আশরাফ ভাই আমাদের কাছ থেকে ১০হাজার টাকা ধার নিয়েছিলেন ,মাসে মাসে ২হাজার টাকা করে শোধ করে দিবেন নিজেই বলেছিলেন। কোন মাসেই তিনি সেটা মিস করেন নাই। কাউকে স্বাবলম্বী করার চেষ্টা বা একটু বাড়তি রোজগারের ব্যবস্থা করতে সহায়তা করাই OneTakaFund এর উদ্দেশ্য।

#06 Loan for buying Land

মোঃ মিজান একটি বেসরকারী প্রতিষ্ঠানের স্বল্প বেতনের একজন কর্মচারী। অল্প অল্প করে টাকা জমিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় অল্প একটু জায়গা কেনার জন্য তাঁর প্রায় ২৫ হাজার টাকার ঘাটতি রয়ে যায়। সমিতি থেকে উচ্চ সুদে নেয়ার ইচ্ছা করেও শোধ করতে পারবে কিনা এই ভয়ে আগাতেও পারছিলো না আবার জমি বিক্রেতাকে তাড়াতাড়ি টাকা দেয়ার একটা বাধ্যবাধকতা ছিলো। ভাগ্য ক্রমে মিজানের আর্থিক অসুবিধার কথাটা জানতে পেরে তাকে ২৫হাজার টাকা তাঁর সুবিধামত করে অবশ্যই শোধ করে দিবে এই শর্তে ধার দিয়েছিলাম। ৬মাসেই সে টাকাটা শোধ করে দিয়েছে, প্রতিবারই যখন অল্প করে শোধ করতো কৃতজ্ঞতা জানাতে ভুল করতো না। আমাদের সাফল্য বা খুশির ব্যাপার হচ্ছে একজনকে সমিতির উচ্চ সুদের ফাদ থেকে রক্ষা পেয়েছে। এটাই Story of Happiness

 #07 Loan for Bypass Surgery of Aunt

নাম প্রকাশ করছি না এমন একজনের তাঁর চাচীর বাইপাস সার্জারির জন্য ২০হাজার টাকা দ্রুত দরকার ছিলো। বলেছিলো যে শোধ করতে একটু সময় লাগতে পারে কারন বেশ কয়েকজনের কাছ থেকে ধার নিয়েই সার্জারির সম্পূর্ণ খরচ টা যোগাড় করতে হয়েছিলো উনাকে। CSE2KSUST এর টাকাটা হাতে ছিলো বলেই বলার সাথে সাথেই পাঠিয়ে দিতে পেরেছিলাম খরচ সহ। উনি আবার খরচ সহই ফেরত দিয়েছেন। Story of Happiness হচ্ছে উনার চাচী বাইপাস সার্জারির পর আল্লাহর রহমতে সুস্থ আছেন।

#08 একজনকে USAতে পাঠানোর ব্যাপারে সহায়তা

আমাদের অনেক গুলো গল্পের মাঝে এটা অত্যন্ত আনন্দের যে এই গল্প টা যাকে নিয়ে তাঁর মেডিক্যাল কলেজে পড়ার প্রায় সম্পূর্ণ খরচ One Taka Fund এর মাধ্যমে একজন ডোনার(উনি অবশ্য মারা গেছেন ২০২২ সালের ৩রা মে, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন) দিয়েছিলেন। উনার পর One Taka Fund বিভিন্ন সময় অল্প অল্প করে লোন দেয়া হয়েছে এই মেডিক্যাল স্টুডেন্টকে। আমরা অনেক গর্বিত ও আনন্দিত যে সে পাবলিক হেলথের উপর উচ্চ শিক্ষার জন্য USA এর একটি বিশ্ববিদ্যালয়ে (৩০% স্কলারশীপ) সুযোগ পেয়েছে। তাঁর জন্য খরচ বহন করা প্রায় অসম্ভব ছিলো। আমরা তাকে ২৪৬০০০ টাকা ধার দিয়েছি ২ বছরে শোধ করার চেষ্টা করবে এই শর্তে।  CSE2KSUST থেকে বরাদ্দ দিয়েছি ১০৫০০০ টাকা। এই ধার টা একটু দীর্ঘ মেয়াদী লোন বলা যায়, যেহেতু শোধ করা শুরুই করবে ১বছর পর থেকে। খুশির খবর হচ্ছে প্রথম প্রথম সে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। এখন একটি হাসপাতালেই সপ্তাহে ৫দিন কাজ করতে পারছে যেহেতু এই সেমিস্টারে তাঁর ক্লাস মাত্র ১দিন। সবার কাছে তাঁর সাফল্যের জন্য দোয়া চাই।

এটা  One Taka Fund এর জন্য মিরাকল ব্যাপার যে বিদেশ যাবার জন্যও আমরা লোনের ব্যবস্থা করে দিতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে CSE2KSUST এর টাকাটা হাতে ছিলো বলে। ১ টাকার একটা ক্ষুদ্র ফান্ড তাও আবার মাত্র ৬মাসের জন্য একবার দিতে হয় আমাদের মেম্বার হতে হলে, এই ফান্ড থেকে একজনকে USAতে পাঠানোর ব্যাপারে সহায়তা করতে পারা Story of Happiness ই না এটা আমাদের জন্য Story of Miracle .














#09 পড়াশোনার খরচের জন্য ধার

আরজুরা তিন বোন এক ভাই, বাবা মারা গেছেন ২০১৯ সালের দিকে। আরজুর মা একজন Iron Lady ই বলা যায়, স্বামী মারা যাবার পর সন্তানদের পড়াশোনার জন্য কম খেয়ে হলেও সংসার টেনে নিচ্ছেন। নিজে পড়াশোনা জানেন শুধু আরবী, আশেপাশের বাসার বেশ কিছু বাচ্চাকে আরবী শিখানো শুরু করেছেন একটু বাড়তি আয়ের আশায়(আসলে বাচ্চাদের পড়াশোনা চালিয়ে নেয়ার কোন চেষ্টা বাদ রাখছেন না)। উনার HSC পড়ুয়া দিতীয় মেয়ের কলেজের খরচের জন্য ১০ হাজার ধার নিয়েছেন। শোধ করবেন প্রতি মাসে, আগেও উনাকে আমরা দিয়েছি যথাসময়েই ফেরত ও দিয়েছেন।

 

#10 Loan for buying Land by Honufa Khala

হনুফা খালা অন্যের বাসায় কাজ করেন ছেলের নিম্ন আয়ের সংসারে বাড়তি কিছু যোগান দেয়ার আশায়। মা ছেলে মিলে কিছু টাকাও জমাচ্ছেন ভবিষ্যতে নিজের একটা জমিতে বাড়ি হবে এই আশায়। জমি কেনার ব্যাপারে যেন সমিতির সুদের জালে না আটকান তাই উনাকে ধার টা দিয়েছি। ২০ হাজার টাকার মাঝে ৬মাসে ১৯হাজার ফেরতও দিয়ে দিয়েছেন। সমিতি থেকে নিলে ৬মাসে উনাকে সুদে আসলে ৩৬হাজার টাকা ফেরত দিতে হতো। আমাদের Story of Happiness হচ্ছে একজন সমিতির উচ্চ সুদের ফাদ থেকে রক্ষা পেয়েছে। 

#11 Loan for buying 100 baby Ducks

রংপুরের রাকিবকে আমরা ১২হাজার টাকা দিয়েছি হাসের বাচ্চা কিনে পালার জন্য। ৪০দিন পর পর হাসের বাচ্চা বিক্রি করে যে লাভ হবে সেটা দিয়েই আমাদের লোন শোধ করবে আস্তে আস্তে। আমাদের ইচ্ছা আছে রাকিবকে ১০০০ হাসের বাচ্চার ফার্ম করে দেয়ার। রাকিবের বাবা মারা গেছেন করোনার সময়। রংপুরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৩য় বর্সে পড়ছে। পড়াশোনার পাশাপাশি আয়ের একটা উপায় বের করা ক্ষুদ্র প্রয়াস আমাদের। 

#১২ মেয়ের শখ পুরনের জন্য ধার

মনসুর ভাই ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। বাসা সিলেটের টিলাগড়ে। বাড়িতে যাবার সময় একমাত্র মেয়ের জন্য বাড়তি কিছু কেনাকাটার জন্য আমাদের কাছ থেকে ধার টা নিয়েছেন। ফেরত দিবেন আস্তে আস্তে কারন পরিবারের খরচের তুলনায় আয় টা খুব জীর্ন শীর্ন। মেয়ের শখ পুরনের জন্য ধার দিয়ে উনার মুখে হাসি ফোটানোই আমাদের Story of Happiness

#১৩ চাকুরিতে আবেদন করার খরচ বাবদ

সদ্য অনার্স শেষ করা একজন স্টুডেন্টকে বিভিন্ন চাকুরিতে আবেদন করার খরচ বাবদ ৫০০০টাকা ধার দিয়েছি। যদি জব না হয় টাকাটা অযথা নষ্ট হবে এমন কথা জানার পর তাকে আমরা এই টাকাটা দিয়েছি। আসলে পরীক্ষা দিতে দিতেই জব হয়ে যাবে, মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টরা পরিবার কি ভাব্বে এখনো টাকা চাইলে এই সঙ্কোচের কারনেও অনেকে আবেদন করেনা ইচ্ছা থাকা সত্ত্বেও। আমরা আগেও এমন Job Seeker দের লোন দিয়ে সাফল্য পেয়েছি, এখানেও পাবো ইনশাল্লাহ। চাকুরি পেয়ে আস্তে ধীরে ফেরত দিলেই হবে এটা শুনে তাঁর অবাক চেহারা দেখে মনে হয় যেন তাকে আমরা বিরাট উপকার করে ফেলেছি। তখন মনে হয় Story of Happiness তৈরি করা তো খুব সহজ। 

#১৪ Loan for Treatment

স্বল্প বেতনে চাকুরি করা মানুষজন আসলে অসুখে পড়লে আসলে একদম অসহায় হয়ে পড়ে। কারন সংসার চালাতেই আসলে মধ্যবিত্তের মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এই মানুষটিকে ধার দিয়েছি তাঁর একজন আত্মীয়ের চিকিৎসার জন্য। উনি এখন ভালো আছেন এটাই Story of Happiness। আর হ্যাঁ ধারের টাকা ফেরত দিয়েছেন ৩মাসের মধ্যেই। 

#১৫ Loan for Semester Fee

এখন আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই পড়ে। সেমিস্টার শুরুর সময় অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি আসলে তখন হিমশিম খান সেমিস্টার ফি দিতে। তেমনি একটি পরিবারকে ৩০ হাজার টাকা ধার দিয়েছি সাময়িক চিন্তা মুক্ত করতে।

#১৬ Loan for processing of going Dubai

ফেনীর আলতাফ ভাই উনাকে ছেলেকে দুবাই পাঠাতে চান সংসারের অভাব ঘুচাতে। উনি ঢাকায় একটি ফ্ল্যাট বাসায় দারোয়ানের চাকুরী করেন। বাড়ির কিছু অনবাদি জমি বিক্রি করে ছেলেকে দেশের বাইরে পাঠাতে চান। আমরা তাকে ধার দিয়েছি বাইরে যাবার প্রসেসিং বাবদ খরচের জন্য।

 #১৭ Loan for Family expense

বাংলাদেশের গার্মেন্টস গুলোতে অন্যতম একটি প্রধান সমস্যা হচ্ছে বেতন দিতে গড়িমসি করা, কোটি টাকা আয় সত্ত্বেও কর্মচারী/কর্মকরতাদের বেতন দিতে গেলেই তাঁদের আর্থিক সমস্যা শুরু হয়ে যায়। এমনি একটি পরিবারের একজন উনার স্বামীর বেতন হতে দেরি হচ্ছে তাই ধার টা নিয়েছেন। উনি নিজেও অসুস্থ, চিকিতসা বাবদও প্রতি মাসে খরচ হচ্ছে বেশ কিছুদিন ধরে, তাই ধার টা নিয়েছেন একটু সময় করে দিবেন আস্তে আস্তে।

#১৮ Loan for Daughter’s Treatment

একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি বিভাগে কাজ করেন মোঃ কাউসার ভাই। উনার মেয়ের চিকিৎসার জন্য ধার নিয়েছেন টাকাটা। ইনশাল্লাহ উনার মেয়ের সুস্থ হয়ে উঠাই হবে আমাদের Story of Happiness

#১৯ Loan for family expense before getting Salary of new Job

মোঃ ইয়াসির আরাফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে পাশ করে MR হিসেবে SquarePharma তে জব করতেন। ২০২২ সালে উনার চাকুরিটা চলে যাওয়ায় নিজের বিশ্ববিদ্যালয়ের এক পরিচিত বড় ভাইয়ের সাথে ব্যবসা শুরু করেন। ওই ব্যবসায় বেশ কিছু টাকা উনি খাটান কিন্তু পরিচিত বড় ভাইটি ধোকা দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। ভাগ্য ভালো অনেক কষ্টের পর উনি আরেকটি নতুন কোম্পানিতে MR হিসেবে চাকুরি পেয়েছেন। ঢাকায় এসে ট্রেনিং করতে হবে এক মাস তারপর চাকুরি কনফার্ম হবে, কিন্তু ঢাকায় এসে চলার মতো আর্থিক নিরাপত্তার সঙ্কটের কারনে কোন ভাবে উনি One Taka Fund এর খবর জেনে যোগাযোগ করেন। আমরা উনাকে ধারটা দিয়েছি নতুন চাকুরির ট্রেনিং + সংসারের খরচ চালিয়ে নেয়ার জন্য। ঈদের পর থেকে উনার জব শুরু হবে। তাই বেতন না হবার আগ পর্যন্ত উনাকে সাময়িক সহায়তা করেছি ।

No comments:

Post a Comment