We have helped BDT 4.2Million, which is equal to 1585tk help/day

Monday, March 3, 2025

এই বছরও আমরা মাস জুড়ে ইফতারের আয়োজন করতে চাই

যদিও ১টাকা ফান্ডের উদ্দেশ্য হচ্ছে সৎ ও দরিদ্র মানুষদের বিনা সুদে স্বল্প ব্যবসায়িক পুঁজি দিয়ে স্বাবলম্বী করতে সাহায্য করা তবে সম্মানিত ডোনারদের ইচ্ছায় ও সহায়তায় আমাদের গিফট ফান্ডে ব্যালেন্স থাকা সাপেক্ষে আমরা খাদ্য সহায়তাও দিয়ে আসছি ২০২০ সালের করোনার সময় থেকে। ২০২০ সাল থেকেই আমরা প্রতি রোজায় ও দুই ঈদে অসহায় মানুষদের ইফতার সামগ্রী ও বাজার দেয়ার চেষ্টা করি। 

গত বছর(২০২৪) রোজায় সম্মানিত ডোনারদের মহতী উদ্যোগে উনাদের শেয়ার করা ইফতার দিয়ে আমরা ৩০৩০ জন রোজাদারকে ইফতার আপ্যায়নের সুযোগ পেয়েছিলাম। এতে আমাদের মোট খরচ হয়েছিলো ১৪০২০৫ টাকা অর্থাৎ জনপ্রতি মাত্র ৪৬.৩০ টাকা। 

এত অল্প বাজেটের ইফতার খেয়েই সবাই এত তৃপ্ত ছিলেন যে, ডোনারদের+মেহমানদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই। ২০২৩ সালে আমাদের ইফতার আয়োজনে মেহমান ছিলেন ২৪১৫ জন.


 


২০২২ সালে ও ২০২১ সালে আমাদের ইফতার আয়োজনে মেহমান ছিলেন যথাক্রমে  ৫৭৫জন ও ৪৯০জন।
সম্মানিত ডোনারদের ইচ্ছা থাকলে এই বছরও আমরা মাস জুড়ে ইফতারের আয়োজন করতে চাই। আর ইফতার কিন্ত একা একা খাওয়ার চেয়ে অন্যের সাথে শেয়ার করে খাওয়াই বেশি আনন্দের।
যদিও জিনিসপত্রের বাড়তি দামের জন্য এই বছর হয়তো জনপ্রতি প্রায় ৫৫/৬০ টাকা লাগতে পারে। ইফতার+রাতের খাবারের জন্য আনুমানিক ১২০/১২৫ টাকা লাগতে পারে।


No comments:

Post a Comment