We have helped BDT 5.2Million, which is equal to 1857tk help/day

Tuesday, March 18, 2025

১৩ই মার্চ আমাদের মেহেমান ১৬০জন

১৩ই মার্চ(১২ই রোজায়) কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৬০জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন।

অন্যদিনের তুলনায় উন্নত মেনু ছিলো আমাদের মেহমানদের জন্য।

বুন্দিয়া,ছোলা,আপেল,মাল্টা,মুড়ি,কলা,খেজুর,শরবত,গাজর ও শসা দিয়ে ইফতার।

সাদা ভাত, গরুর মাংস, ডিম ভুনা, গরুর হাড়,চর্বি দিয়ে বুটের ডাল ছিলো রাতের খাবারের মেনুতে।

পাশাপাশি সেহরিতে সাদা ভাত, গরুর মাংস, ডিম ভুনা, গরুর হাড়,চর্বি দিয়ে বুটের ডাল রান্না হচ্ছে মাদ্রাসার ৪০জন ছাত্র শিক্ষকের জন্য।

আজকের আয়োজনের জন্য মোঃ তৌহিদুল ইসলাম পরাগ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ইফতার মেন্যু


রাতের খাবার
 
 
সেহেরির খাবার
 
সেহেরির সময় 

No comments:

Post a Comment