You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Monday, June 24, 2024

পরোপকার করে কি লাভ?

যারা ভাবেন পরোপকার করে কি লাভ?ওসব করে নিজের স্বাভাবিক জীবন ব্যাহত করা তাদের জন্যে এই সুন্দর গল্পটি।
 
সুপ্রিয় বাবু প্রাইমারি স্কুলের শিক্ষক।।
বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পাঁচ কিলোমিটার।।
একদম নির্জন রাস্তার উপর দিয়ে যেতে হয়, তার স্কুলে।।
বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায়,, কোনোরকম যানবাহন ছিলো না।। সুপ্রিয় বাবু ভালো মানুষ,, প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ,, বাইক অথবা সাইকেলে লিফট দিয়ে দিতেন।। ভাগ্য খারাপ হলে,, সেদিন দুই-পায়ের উপর ভরসা ছাড়া কোনো উপায় থাকে না।।
"এত নির্জন জায়গায় কেনো যে সরকার স্কুল খোলে ?" রোজ সকালে স্কুলে বের হওয়ার আগে,সুপ্রিয় বাবু এটাই মনে করেন।।
একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে ,, সুপ্রিয় বাবু একটা বেটারী সাইকেল কেনেন।।
সাইকেল কেনার পরেই তিনি শপথ নিলেন,, প্রতিদিন কাউকে না কাউকে লিফট দেবেন।। কাউকে মানা করবেন না।। কারণ,, তিনি জানতেন,, যখন কেউ লিফট দিতে মানা করে,, তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয়।।
সুপ্রিয় বাবু যখনই স্কুলে যেতেন,, কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন।। ফেরার সময় ও যে কোনো মানুষকে লিফট দিতেন।।
একদিন স্কুল থেকে ফেরার পথে,, একজন অচেনা ব্যাক্তি হাত দেখান।। সুপ্রিয় বাবু সাইকেল থামিয়ে,, তাকে পিছনে বসিয়ে নেন।।
কিছুদুর যাওয়ার পর,, অজ্ঞাত পরিচয় মানুষটি সুপ্রিয় বাবু পিঠে ছুরি ঠেকিয়ে বলে -- "কাছে যতো টাকা আছে,, আর এই সাইকেল আমাকে দিয়ে দাও।। নাহলে তোমাকে মেরে ফেলবো।।"
সুপ্রিয় বাবু ভীষণ ভয় পেয়ে গেলেন।। টাকা পয়সা তেমন কিছু ছিলো না।। কিন্তু,, অনেক কষ্ট করে সাইকেল তা কিনেছিলো শেষে ওটা দিয়ে দিতে হল।
যাইহোক,, নিরুপায় সুপ্রিয় বাবু,, অজ্ঞাত পরিচয় মানুষটিকে সাইকেল দিয়ে বললেন - "সাইকেল নিয়ে যান,, কিন্তু,, আমার একটা অনুরোধ রইলো।।"
চোর বলে - "বলুন।।"
সুপ্রিয় বাবু বললেন - "তুমি কোনদিন কাউকে বলবেনা,, এই সাইকেল কোথা থেকে,, এবং,, কিভাবে তুমি পেয়েছো।। আমিও থানায় রিপোর্ট করবো না।।"
চোর আশ্চর্য হয়ে বললো - "কিন্তু কেনো ?? "
সুপ্রিয় বাবু বললেন - "দেখো,, এই রাস্তা নির্জন।। এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে।। তারপর,, সবাই যদি জানতে পারে,, এই রাস্তায় সাইকেল ছিনতাই হয়েছে,, তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না।। "
চোরের মায়া হলো।। ভাবলো সুপ্রিয় বাবু সৎ এবং সজ্জন মানুষ।। কিন্তু,, পেট তো আর শুনবে না।। সাইকেল করে চোর চম্পট দিলো।।
পরেরদিন সকালে,, সুপ্রিয় বাবু দরজা খুলে দেখেন,, দরজার সামনে তার সাইকেল রয়েছে।।
সুপ্রিয় বাবু খুশী হয়ে গেলেন।। কিছুটা আশ্চর্য হয়ে সাইকেলের কাছে গিয়ে দেখেন--- .
সাইকেলের ক্যারিয়ার এ একটা কাগজ রয়েছে।।
কাগজে লেখা------
"মাষ্টারমশাই,, এটা ভাববেন না যে,, আপনার জ্ঞানগর্ভ কথা শুনে,, আমার মন বিগলিত হয়ে পড়েছে।।"
" আপনার সাইকেল নিয়ে প্রথমে চোরাই মাল খরিদকারীর কাছে গেলাম।। উনি দেখেই বললেন - "আরে,, এটা তো মাষ্টার মশাইয়ের সাইকেল না ??"
" বললাম,, হ্যাঁ,, ঠিক বলেছেন,, মাষ্টার মশাই আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন,, বলে ,, ততক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম।।"
" সারাদিন কিছু খাওয়া হয়নি,, মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম।। দোকানদার বললো -- "আরে মাষ্টার মশাইয়ের সাইকেল নিয়ে কোথায় ঘুরছো??"
-- "বললাম,, হ্যাঁ,, মাষ্টার মশাইয়ের বাড়িতে অতিথি এসেছে,, তাই মিষ্টি কিনতে এলাম।।"
-- "রাস্তায় যার সঙ্গে দেখা,, সেই বলছে,, মাষ্টার মশাইয়ের সাইকেল দেখ দেখ ......"
"ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে।। এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিলো।।
পুলিশ বললো - "আরে,, মাষ্টার মশাইয়ের সাইকেলটা নিয়ে কোথায় চলেছো ??"
- "পুলিশ আমার দিকে তেড়ে আসছে দেখে,, কোনো রকমে সাইকেল নিয়ে চলে এলাম।। পুলিশের হাতে ধরা পড়লে,, আমার বারোটা বাজিয়ে দিতো।।"
-" মহাশয়,, এটা আপনার সাইকেল নাকি,, মুকেশ আম্বানির ফরচুনার সেটাই বুঝতে পারলাম না।। গোটা এলাকার মানুষ চেনে,, এটা মাষ্টার মশাইয়ের সাইকেল ।।"
-- "আপনার জিনিস,, আপনার কাছেই রেখে গেলাম।। এটা চুরি করে,, কতো মারাত্মক ভুল করে ফেলেছি,, আপনাকে বোঝাতে পারবো না।।"
-- "এই ভুলের খেসারত বাবদ,, আপনার সাইকেল এ একটা বেটারী টর্চ লাগিয়ে দিলাম আপনার রাত হলে আস্তে আর অসুবিধা হবেনা।"
চিঠিটা পড়ে সুপ্রিয় বাবু হেসে উঠলেন।। বললেন - "ভালো কাজ করলে,, অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যাবে, সাময়িক কালের জন্যে খারাপ কাটলেও সেই খারাপ দীর্ঘস্থায়ী কখনোই হবেনা। অপর কেউ খারাপ করছে বলে আপনিও করবেন তাহলে আপনার আর ওনার মধ্যে তফাৎ কি রইবে বলুন।
সৃষ্টি কর্তার শ্রেষ্ট জীব হলো মানুষ তাই প্রতিটা মানুষের সামাজিক দায়বদ্ধতা রাখা উচিত তাহলেই সমাজ ভালো থাকবে আমাদের এই ধরণী ভালো থাকবে। ভালো কাজ করুন সব ভালোই হবে।

Sunday, June 23, 2024

Qurbani 2024 Update

আপনারা জেনে খুশি হবেন যে, এই বছর আমরা কুড়িগ্রাম ও চাপাইনবাবগঞ্জে ১৯৫ টি পরিবারের মাঝে কুরবানীর মাংস বিতরণ করতে পেরেছি। 


Sunday, June 9, 2024

Qurbani for Needy People

 


We are Grateful to Ahsan Habib Un Nabi

 

We are Thankful and Grateful to Mr. Ahsan Habib Un Nabi for his donation to One Taka Fund Help Fund & for his Trust to One Taka Fund for helping others..


Monday, May 13, 2024

Big Thanks to Md Humayun Kabir

 

 

We are Grateful to Md. Humayun Kabir Nayan for keeping his Trust in One Taka Fund for helping others.

He was our DS01 type Donor since December 2017. He is our 161st Donor.

Today he donated for 55members more hence from now he is  DF56 Type Donor.

 


Four New Donors of One Taka Fund

 

Md. Zaidul AlamDF0263602
Safwan Muttaqin YushaDS016018001
Md. Saif UddinDS0161801
Farzana KeyaDS0161801  

Tuesday, April 23, 2024

সেলাইমেশিন উপহার

 


রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার চান্দুপাড়া গ্রামের মোছাঃ আরজেনা বেগম কে একটি সেলাইমেশিন উপহার দেওয়া হল।।
স্বামী দিনমজুর হওয়ায় স্বামীর পক্ষে একা সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছিলো । তাদের পরিবারে ২টি সন্তান রয়েছে,শশুর শাশুড়ী ।। দ্রব্যমূল্যের দাম বাড়ায় তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছিলো তাই স্বামীর পাশাপাশি স্ত্রী আরজেনা বেগম এর নিজ আবেদনের প্রেক্ষিতে তাকে ভালবাসার উপহার হিসেবে একটি সেলাইমেশিন প্রদান করা হয়েছে।
সেলাইমেশিন পেয়ে আরজেনা বেগম ও তার পরিবার অত্যন্ত খুশি হয়েছেন! আল্লাহ তা'আলা দাতার দানকে কবুল করুন, দুনিয়া ও আখেরাতে উত্তম বিনিময় দান করুন আমীন।

টিউবয়েল উপহারে পাশে ছিলাম

 এই ভদ্রমহিলার স্বামী লাপাত্তা মানে অন্যখানে নতুন করে সংসার শুরু করেছে। ছোট ছেলেটা অটো চালায় এবং মাকে নিয়ে থাকে।


এটা একজন ভলান্টিয়ারের আবেদন। সব জেনে, দেরি করি নাই।

গোড়া পাকাসহ নলকূপ উপহার

এই পরিবারটি জলকষ্টে ভুগছিল। প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভেরি গুড। তাই জলের সাপোর্ট পাওয়া কঠিন ছিল। তাই ফান্ড ম্যানেজ হওয়ার সাথেই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাস্থ হিয়াতপুর গ্রামে গোড়া পাকাসহ নলকূপটি বসানো হয়।





Friday, April 19, 2024

ভাগ্য বদলের আশায় আধুনিক সেলাই মেশিন উপহার


অসংখ্য ধন্যবাদ One Taka Fund এর মহৎপ্রাণ ডোনারদেরকে যারা তাঁদের যাকাতের একটি অংশ আমাদের দিয়েছেন এই বিশ্বাসে যে আমরা কাউকে স্বাবলম্বী করে দিতে চেষ্টা করবো।

গত ৫ই এপ্রিল,২৪ আমরা যাকাত ফান্ড থেকে রাশেদুজ্জামান রণ  ভাইয়ের মাধ্যমে অনার্স পড়ুয়া (কারুকাজে দক্ষ) এক আপুকে সিঙ্গারের আধুনিক সেলাই মেশিনটি উপহার দিয়েছি। নিচের ছবিটা হচ্ছে উনার হাতের কাজের ছবি।

উনার হাতের কাজ

আমরা চেয়েছি উনার এই প্রতিভা বিকশিত করার ক্ষেত্রে একটু সহায়তার হাত বাড়াতে। আমরা বিশ্বাস ও আশা করি উনি এই সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করে স্বাবলম্বী হতে পারবেন। এমনও হতে পারে আমরাই উনার হাতে বানানো সুন্দর জিনিসের ক্রেতার সন্ধান করে দিবো। 


আমরা শুধু সেলাই মেশিনের একটি অংশ অর্থায়ন করেছি(মাত্র ২০হাজার টাকা আমরা দিয়েছি),দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে রাশেদুজ্জামান রণ ভাই পরিশ্রম করে যাচ্ছেন অন্যের ভাগ্য বদলের।



বাকিটা পড়ুন রাশেদুজ্জামান রণ ভাই এর পোস্ট থেকে-

“অনার্স পড়ুয়া এই আপামনি, সংসার ধর্ম পালন করেন। বর্তমানে সেই সংসারে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে।সেজন্য আপামনি একটা অংশের দায়িত্ব নেয়ার জন্য শাবানার মতো মেশিন চালাতে আগ্রহী। এদিকে আমাদেরও একটা খুচরা প্ল্যান আছে। মানে বড় স্বপ্ন, ছোট আকারে দেখা হচ্ছে। সুতরাং আগ্রহ আর স্বপ্ন মিলেমিশে একাকার।

এখন দিকনির্দেশনা মোতাবেক কাজ চলবে, আমরা শুধু পর্যবেক্ষণ করবো। এই আপামনি এবং আমাদের জন্য প্রার্থনা করবেন প্লিজ.."



ভাগ্য বদলের আশায় আধুনিক সেলাই মেশিন উপহারই আমাদের Story of Happiness