আমরা আমাদের যাকাতের অর্থ একটু একটু করে অনেক জনকে দিয়ে থাকি। যা দিয়ে প্রকৃতপক্ষে যাকাত গ্রহীতার তেমন কোনো উপকার হয় না। যাকাতের মূল উদ্দেশ্য হল দারিদ্র্য হ্রাস করা, ক্ষুধাকে চিরতরে বিদায় করা।
১০০ জনকে খুচরা টাকা, শাড়ি – লুঙ্গি না দিয়ে একজনকে স্বাবলম্বী হবার মতো ব্যবস্থা করে দিতে পারলে (যেমন একটি গাভী কিনে দিলে, দোকান করে দিলে কিংবা অন্য কোন ব্যবসা করতে পুঁজি দিলে) তা দারিদ্র বিমোচনে প্রত্যক্ষ ভুমিকা রাখতে পারে।
হয়তো আপনার যাকাতের পরিমান পুজি হিসেবে যথেষ্ট নয়, তাহলে অন্তত এর অল্প অংশ আমাদেরকে দিন যা দিয়ে আমরা কাউকে স্বাবলম্বী করে দিতে চেষ্টা করবো ।কারন আমরা অনেকের দেওয়া অল্প অল্প অংশ একত্রিত করে কাউকে স্বাবলম্বী করে দিতে চেষ্টা করবো,যাতে তার আর আগামী বছর যাকাত নিতে না হয়।। মাত্র ১০ টি শাড়ি ও লুঙ্গির টাকা দিয়েও একজন কে উপার্জনক্ষম করে দেওয়া সম্ভব।