You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Wednesday, May 30, 2018

Donation in Zakat Fund

Faysal Ibne Khair donated in our Zakat Fund.






Monday, May 28, 2018

শাড়ি ,লুঙ্গি না দিয়ে একজনকে স্বাবলম্বী হবার মতো ব্যবস্থা করে দেই চলুন

আমরা আমাদের যাকাতের অর্থ একটু একটু করে অনেক জনকে দিয়ে থাকি। যা দিয়ে প্রকৃতপক্ষে যাকাত গ্রহীতার তেমন কোনো উপকার হয় না। যাকাতের মূল উদ্দেশ্য হল দারিদ্র্য হ্রাস করা, ক্ষুধাকে চিরতরে বিদায় করা।

১০০ জনকে খুচরা টাকা, শাড়ি – লুঙ্গি না দিয়ে একজনকে স্বাবলম্বী হবার মতো ব্যবস্থা করে দিতে পারলে (যেমন একটি গাভী কিনে দিলে, দোকান করে দিলে কিংবা অন্য কোন ব্যবসা করতে পুঁজি দিলে) তা দারিদ্র বিমোচনে প্রত্যক্ষ ভুমিকা রাখতে পারে।

হয়তো আপনার যাকাতের পরিমান পুজি হিসেবে যথেষ্ট নয়, তাহলে অন্তত এর অল্প অংশ আমাদেরকে দিন যা দিয়ে আমরা কাউকে স্বাবলম্বী করে দিতে চেষ্টা করবো ।কারন আমরা অনেকের দেওয়া অল্প অল্প অংশ একত্রিত করে কাউকে স্বাবলম্বী করে দিতে চেষ্টা করবো,যাতে তার আর আগামী বছর যাকাত নিতে না হয়। মাত্র ১০ টি শাড়ি ও লুঙ্গির টাকা দিয়েও একজন কে উপার্জনক্ষম করে দেওয়া সম্ভব।


অনেকে বলেন, অনেক লোক আশা করে থাকে একজন দুজনকে দেয়া ঠিক নয়। যারা আশা করে থাকেন তারা যদি জানতে পারতেন আপনি এভাবে তাদেরই কাউকে সাহায্য করেছেন তাহলে নিশ্চয়ই তারাও সাধুবাদ জানাবেন। তারপরেও যারা কাপড়/লুঙ্গীই দিতে চান তাদের কাছে অনুরোধঃ যা সাধারণত আপনার বাসার লোকজন পরিধান করে অন্তত আপনার গৃহকর্মীরা যা পরিধান করে তার থেকে নিন্মমানের কাপড় (যাকে আপনি যাকাতের কাপড় বলেন) যাকাত হিসেবে প্রদান করবেন না।










Saturday, May 26, 2018

New Donor

Hafijur Rahman Mukta  joined One Taka Fund as DS01 Type Donor.


He is our 249th Donor. 

Best wishes for Hafijur Rahman Mukta for joining us to Help others.

Thursday, May 24, 2018

Anonymous Donor


An Anonymous Donor joined One Taka Fund as DF04 Type Donor.

 
He/she donated on behalf of four members anonymously.


We are Thankful to him/her for Trusting One Taka Fund to Help others.



Friday, May 18, 2018

200 Days of One Taka Fund


New Donation

AHM Rahat Ahmed again donated in One Taka Fund with his family members:
Nasrin Akter & Reham Ahmed.


Rahat Ahmed is our 4th Donor . Nasrin Akter & Reham Ahmed are our 49th & 50th Donor respectively.

All of them donated for another six months .


We are Grateful to them for Trusting us to help others.



Monday, May 14, 2018

Anonymous Donor donated for 11 Members

An Anonymous Donor donated 20 Euro from Germany.

He/she donated on behalf of 11 Members i.e he/she is a DF11 Type Donor.

We are Thankful to him/her for his/her Trust in One Taka Fund to Help others.

Wednesday, May 9, 2018

মরজিনা বেগম এর সুদের বোঝা

মরজিনা বেগম , দেশের বাড়ি মাদারীপুর জেলায়। থাকেন ঢাকার মাদারটেক। এক ছেলে এক মেয়ে । স্বামী রিকশাচালক, কিন্তু শারীরিক ভাবে দুর্বল ও অসুস্থতার জন্য সবসময় রিকশা চালাতে পারেন না। টাই সংসারের খরচ চালাতে মরজিনা বেগমকে বেশ কয়েকটি বাসায় কাজ করেন পাশাপাশি একটি অফিসে রান্নার কাজ করেন ছেলেকে পড়ালেখা করাবেন এই আশায়। ছেলে এইবার এসএসসি পাশ করেছে। সব মিলিয়ে উনার সংসার ভালোই চলছে কিন্তু এক আত্মীয় বিপদে পড়ায় বিশ হাজার টাকা ধার চায় মরজিনা বেগমের কাছে। যদিও সেই আত্মীয় ভালো করেই জানে যে তার পক্ষে এতো টাকা একসাথে ধার দেয়া সম্ভব  নয়, তাই মরজিনা বেগমকে বলল অন্য কোথাও থেকে সুদের উপর হলেও যেন টাকাটা এনে দেয়। সুদসহ সব ধার ঐ আত্মীয়ই শোধ করবে সময়মত । এই আশ্বাসে মাসিক ২ হাজার টাকা সুদে ২০ হাজার টাকা এনেও দিয়েছে কিন্তু সেই আত্মীয় গত ৫ মাসে এক টাকা ও শোধ করেনি উল্টো সুদের টাকা বাবদ মরজিনাকে ১০ হাজার টাকা দিতে হয়েছে। আসল ঋণ ১ টাকাও কমেনি ।



One Taka Fund এর উদ্দেশ্য হচ্ছে সৎ ও দরিদ্র মানুষদের বিনা সুদে স্বল্প ব্যবসায়িক পুঁজি দিয়ে স্বাবলম্বী করতে সাহায্য করা ।

কিন্তু মরজিনা বেগমকে সাহায্য করার ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটার ব্যত্যয় হয়েছে বলা যায়। আমরা তাকে ২০ হাজার টাকা দিয়েছি সমিতির ঋণ শোধ করার জন্য। তাকে সুদের বিপদ থেকে রক্ষা করতে এই সাহায্যটা দিয়েছি One Taka Fund থেকে। 

গত ২৫ শে এপ্রিল সাহায্য করেছি ইতিমধ্যে (৫ই মে) ১৫০০ টাকা আমাদেরকে উনি ফেরত দিয়ে দিয়েছেন যেটা উনি মাসিক সুদ হিসেবে সমিতিতে দিতেন। এভাবেই অল্প অল্প করে আমাদের ২০ হাজার টাকা ফেরত দিয়ে দিবেন অন্যদের মতোই। 


One Taka Fund এর প্রতি মুগ্ধ হয়ে মরজিনা বেগম আমাদেরকে প্রতিদিন ২ টাকা করে দান করবেন (তিনি ও তার ছেলের হয়ে)।

আমরা মরজিনা বেগমকে স্বাবলম্বী করতে সাহায্য করিনি ঠিক কিন্তু তার সুদের বোঝা নামিয়ে দিতে সাহায্য করতে পেরেও আমরা খুশি। 

এটাই Happiness is Helping others এটাই Story of Happiness.

New Donor

Mahmudul Hasan Munna joined One Taka Fund as DS01 Type Donor.

We are Thankful to Mahmudul Hasan Munna for joining us to Help others.



Special Thanks to Rifat Sultana for motivating him to join One Taka Fund.

Saturday, May 5, 2018

Two New Donor from Sylhet

We have two new Donor from Sylhet.


Kulsum Begum & Pabel joined One Taka Fund as DS01 Type Donor.

Best Wishes & Thanks for joining us to Help others