দারিদ্র্য পীড়িত মানুষকে কিছুটা স্বাবলম্বী করার লক্ষ্যে One Taka Fund এর আর্থিক সহযোগীতায় ও পরামর্শে জেলার নাগেশ্বরী উপজেলার চর অধ্যুষিত বেরুবাড়ী ইউনিয়নের কিছু সংখ্যক পরিবারের মধ্যে ৫/৭ টি করে উন্নত জাতের খাকি ক্যাম্বেল হাঁস বিতরণ করা হয়। এ জাতের হাঁস বছরে প্রায় ৩০০ টি ডিম দিয়ে থাকে।
আমাদের পথচলা সুন্দর ও সাবলীল হোক 💕
বিঃদ্রঃ আমরা বেশিরভাগ হাঁস দিয়েছি আমাদের যাকাত ফান্ড থেকে এবং কিছু হাঁস দিয়েছি করোনা গিফট ফান্ড থেকে। আপনাদের সকলের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।যেহেতু যাকাত ফান্ড ও করোনা গিফট ফান্ড থেকে হাঁস গুলি দিয়েছি সেহেতু তাঁরা আমাদের কোন টাকা ফেরত দিবেন না।