We have helped BDT 4.2Million, which is equal to 1585tk help/day

Thursday, March 27, 2025

দুই দিনে ইফতার করেছেন ২৬০জন মেহমান

 


সম্মানিত ডোনারদের শেয়ার করা ইফতার দিয়ে ২৬শে মার্চ আমরা ১৭০জন মেহমানের জন্য ইফতার আয়োজন করেছিলাম কুড়িগ্রামের নাগেশ্বরীর মমিনগঞ্জ গ্রামে।

 

ইফতার মেন্যুতে ছিলো অল্প পরিমান গরুর মাংস দিয়ে খিচুড়ি, খেজুর, শসা আর শরবত।

 

২৪শে রমজান(২৫শে মার্চ) আমাদের ইফতার আয়োজন ছিলো কুড়িগ্রামের নাগেশ্বরীর কাচারি পয়ড়াডাঙ্গা গ্রামে। এদিন আমাদের মেহমান সংখ্যা ছিলো ৯০জন।  

 

ইফতার মেন্যুতে ছিলো অল্প পরিমান গরুর মাংস দিয়ে খিচুড়ি,ডাল, খেজুর, শসা আর শরবত। 

আমরা ডোনারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি

 
২৫দিনে মোট ইফতার করেছেন ২৫২৩জন মেহমান


No comments:

Post a Comment