You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Wednesday, November 17, 2021

Donation from A.H.M Rahat Ahmed

We are Happy to inform you that Mr. A.H.M Rahat Ahmed donated 1000tk to One Taka Fund for a special purpose(we will let you know the good news later on).

For your kind information, A.H.M Rahat Ahmed is helping us from the very beginning of One Taka Fund, he is our 4th Donor. He also helped us at Corona Crisis period as well as at Zakat Fund also.

We are Thankful & Grateful to A.H.M Rahat Ahmed for his donation for helping others.




Monday, November 15, 2021

Raseduzzaman Ron, Thank You for Helping us

Mr. Raseduzzaman Ron joined One Taka Fund along with his 3 family members.

His donor Type is DF04 and he is our 279th Donor. 

We are Grateful and Thankful to Raseduzzaman Ron for his Trust in One Taka Fund.



For your kind information, Mr. Raseduzzaman Ron has a great heart for needy people and he is always busy with doing good for needy people as well as different social activities. 

We are hopeful that we can get advice from him for One Taka Fund's activities. 

Sunday, November 14, 2021

Sufi Md. Mostofa Jaman, we are Grateful to You

We are Happy to inform you that Mr. Sufi Md. Mostofa Jaman joined One Taka Fund for helping others.

His donor type is DF03 i.e he joined us along with his 3 Family members.

He is our 278th Donor.  

He also informed us that he will continue his donation every month, which is very delighting news for One Taka Fund.

 

Best Wishes for Sufi Md. Mostofa Jaman and his family for helping us to help others.



Three new donors joined us

We are glade to inform you that we have three new donors joined One Taka Fund.

Laila Fateen , Farzad Muhammad Zulqarnain and Suhaira Farzeen Ruhani are our new donors.

Their donor type is DS01.

They are  275th, 276th and 277th donor of One Taka Fund respectively.  

We are Thankful and Grateful to all of them for joining One Taka Fund for Helping others.

Saturday, November 13, 2021

Two new donors donated for 1Year

We are Happy to inform you that Mr. Md. Mizanur Rahman and Tandra Islam joined One Taka Fund as DS01 Type Donor.

They are our 273rd and 274th donor of One Taka Fund.



It is also noted that they donated for 12months and wish to stay with us in future also.

We are Grateful & Thankful to Md. Mizanur Rahman & Tandra Islam for Trusting One Taka Fund for Helping others.


Friday, November 12, 2021

Sadat Maruf Hasnayen is our 272nd Donor

We are Thankful to Mr. Sadat Maruf Hasnayen for joining One Taka Fund for helping others.

He is our 272nd Donor and his donor type is DS01.



Best Wishes for Sadat Maruf Hasnayen and we are Grateful to him. 


Thursday, November 11, 2021

Syed Sajjad is our new Donor

 

We are happy to inform you that Mr. Syed Sajjad joined One Taka Fund as DS01 Type donor.

 He is the 271st  Donor of One Taka Fund as well as 859th Member.

 



We are Thankful to Syed Sajjad for his support to One Taka Fund.

Saturday, November 6, 2021

নাসির ভাইয়ের গরু বিক্রির গল্প

নাসির ভাই নরসিংদী জেলার বাসিন্দা। নিজের জমি আছে, গরুও পালেন। অভাব হয়তো নেই কিন্তু ক্যাশ টাকাও খুব বেশি থাকেনা। একবার জরুরী প্রয়োজনে উনার স্ত্রীর গহনা বন্ধক রেখে প্রায় ৪০ হাজার টাকা ধার তুলেছিলেন। কিন্তু যে কাজে টাকাটা ধার করেছিলেন সেটাও হয়নি, বলতে গেলে উনার টাকাটা লস ই হয়েছিলো। এদিকে সময় মতো বন্ধকের টাকা পরিশোধ না করায় বাড়তি টাকা যেমন গুনতে হচ্ছিলো তেমনি স্ত্রীর সাথেও মনোমালিন্য হয়েছে বেশ কয়েকবার। 

উনার গরুটার বাছুর হয়েছে কিছুদিন আগে। কিন্তু  এখনো বাছুরটি তার মায়ের দুধ ছাড়েনি। নিরুপায় হয়ে নাসির ভাই ভাবলেন গরুটাই বিক্রি করে স্ত্রীর গহনা ছুটিয়ে আনবেন, কারন আশে পাশের পরিচিত মানুষজনের কাছে কিছুদিনের জন্য আরও কিছু ধার চাচ্ছিলেন যেটা উনি গরু বিক্রি করে দিয়ে দিবেন বাছুরটি একটু বড় হলেই। কিন্তু উনার মন সায় দিচ্ছিলো না গাভীটাকে বাছুর থেকে আলাদা করতে। আসলে পালিত পশু পাখির প্রতি মানুষের অন্যরকম মায়া জন্মাবে এটাই স্বাভাবিক।  কারো কাছে সাড়া না পেয়ে One Taka Fund এর এক সদস্যের সাথে উনার গল্পটা বলছিলেন। 

আমরা One Taka Fund থেকে নাসির ভাইকে ৩০ হাজার টাকা ধার দিয়েছিলাম স্ত্রীর গহনার বন্ধকের টাকা পরিশোধ করতে (সত্যি কথা বলতে বাছুরটিকে যেন তার মায়ের দুধ না ছাড়তে হয়)। 

এখানে আমাদের ধারের টাকায় নাসির ভাইয়ের দুইটা উপকার হয়েছে , স্ত্রীর গহনা ফেরত আনতে পেরেছেন পাশাপাশি বাছুরটির প্রতি উনার ভালোবাসা জয়ী হয়েছে। 

প্রিয় পাঠক, নাসির ভাই কিন্তু গরু বিক্রির সাথে সাথেই আমাদের ফান্ডের ৩০ হাজার টাকা ফেরত দিয়ে দিয়েছেন এবং আমাদের সম্মানিত ডোনারদের প্রতি উনার কৃতজ্ঞতা জানিয়েছেন। 

নাসির ভাইয়ের বাছুরটির প্রতি মমতাই আমাদের Story of Happiness. 




মরজিনা বেগমের জমি কেনা

 মরজিনা বেগম , দেশের বাড়ি মাদারীপুর জেলায়। সংসারের খরচ চালাতে মরজিনা বেগম বেশ কয়েকটি বাসায় কাজ করেন। অনেক আগে সাভারে ১ কাঠা জমি কিনেছিলেন, উনার খুব ইচ্ছা ছিলো জমির পাশের আরও ১ কাঠা জমি কেনার কিন্তু যেখানে বাসা বাড়িতে কাজ করে সংসার চালাতেই হিমশিম খেতে হয় সেখানে জমি কেনার স্বপ্ন বা ইচ্ছা সে তো অলীক কল্পনা। 



আমরা(One Taka Fund) যেভাবেই হোক উনার ইচ্ছা টা জানতে পেরে ভাবলাম কোন ভাবে উনার স্বপ্ন পূরণের চেষ্টা করা যায় কিনা, একটা সুবিধা ছিলো যে, যিনি জমিটা বিক্রি করবেন, উনাকে একবারে সম্পূর্ণ টাকা দিতে হবেনা ভেঙ্গে ভেঙ্গে দিলেও হবে। আমরা এই সুযোগটাই নিয়েছি উনার স্বপ্ন পূরণের সঙ্গী হতে। উনাকে প্রথমবার(ডিসেম্বর,২০১৮) আমরা ২০ হাজার টাকা দিয়েছি। উনি নিয়মিত আস্তে আস্তে সেই টাকা ৬মাসেই ফেরত দিয়েছেন, আবার(মে, ২০১৯) উনাকে ২০ হাজার দিয়েছি। এভাবে উনাকে আমরা ১ লক্ষ টাকা দিয়েছি জমি কেনা বাবদ ধার হিসেবে। 

আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২০২০ সালের মার্চ মাসে উনি উনার স্বপ্নের জমির মালিক বনে গেছেন। শুধু তাই নয় আমরা উনাকে জমির Mutation করার জন্য আরও ১৫ হাজার টাকা ধার দিবো কারন উনার আগের ১কাঠাও এখনো Mutation করা হয়নি। 

এখানেও আমরা হয়তো (One Taka Fund এর উদ্দেশ্য হচ্ছে সৎ ও দরিদ্র মানুষদের বিনা সুদে স্বল্প ব্যবসায়িক পুঁজি দিয়ে স্বাবলম্বী করতে সাহায্য করা ।) আমাদের মূল লক্ষ থেকে সরে গিয়ে মানে উনাকে স্বাবলম্বী করার চেষ্টা না করে জমি কেনার স্বপ্ন পূরণ করেছি। তবে আমরা তাতেই অনেক খুশি, সম্মানিত ডোনারদের সাথে Story of Happiness এর গল্প টা শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।