
১৪ই মার্চ(১৩ই রোজায়) কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৫ জন মেহমান ইফতার করেছেন।
বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছিলো পাশাপাশি বাড়িতেও ২৫জন মেহমান ছিলেন।
বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশিরভাগই কৃষক ভাইয়েরা, যারা নিজেদের জমির কোন ফসল তুলে এনে বাজারে বিক্রি করে থাকেন।
ইফতার প্যাকেটে ছিলো খেজুর,শসা ও সবজি+বীফ খিচুড়ি।
বাড়িতে যারা ইফতার করেছেন উনাদের জন্য শরবত ছিলো।
১৫ই মার্চ(১৪ই রোজায়) কুড়িগ্রামের নাগেশ্বরীর একটি মাদ্রাসার ৪৫ জন ছাত্র-শিক্ষক ইফতার করেছেন।
ইফতার প্যাকেটে ছিলো খেজুর,শসা ও সবজি+বীফ খিচুড়ি।
বাড়িতে রান্না করে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছিলো মাদ্রাসায়।
পাশাপাশি বাড়িতে মেহেমান ছিলেন ২০জন অর্থাৎ ১৪ই রোজায় আমাদের মোট মেহেমান ৬৫জন।
No comments:
Post a Comment