আজ ১৯শে মার্চ(১৮ই রোজায়) কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৬৫জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন। পাশাপাশি রংপুরে ইফতার করেছেন ৬০জন। মোট ১৯০ জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন।
আজকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আমাদের ইফতার আয়োজন ছিলো শুধু নারীদের জন্য।গ্রামে যেহেতু বাড়ির মেয়ে/মহিলারা সহজে বেড়াতে যান না, তাই উনাদের জন্য আজকে আমাদের বিশেষ আয়োজন ছিলো।
ইফতার: ছোলা,বুন্দিয়া,জিলাপি, মুড়ি, খেজুর, শসা,শরবত
খাওয়া শেষে পান,সুপারি
।

অন্যদিকে রংপুরের বদরগঞ্জেও আজ আমরা ৬০ জন মেহমানকে ইফতারের দাওয়াত দিয়েছিলাম।
ছোলা, বুন্দিয়া,মুড়ি, শরবত, আপেল,আঙ্গুর,তরমুজ,কলা,খেজুর ছিলো ইফতার আয়োজনে।
ছবিঃ আজকের ইফতার।
No comments:
Post a Comment