We have helped BDT 4.2Million, which is equal to 1585tk help/day

Thursday, March 20, 2025

১৯শে মার্চ মোট ১৯০ জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন

 আজ ১৯শে মার্চ(১৮ই রোজায়) কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৬৫জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন। পাশাপাশি রংপুরে ইফতার করেছেন ৬০জন। মোট ১৯০ জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন।

আজকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আমাদের ইফতার আয়োজন ছিলো শুধু নারীদের জন্য।গ্রামে যেহেতু বাড়ির মেয়ে/মহিলারা সহজে বেড়াতে যান না, তাই উনাদের জন্য আজকে আমাদের বিশেষ আয়োজন ছিলো।
ইফতার: ছোলা,বুন্দিয়া,জিলাপি, মুড়ি, খেজুর, শসা,শরবত
রাতের খাবার: সাদা ভাত, গরুর গোসত, গরু ও ঠাকরি কালাই ডাল মিক্সড, আলু ভাজি।
খাওয়া শেষে পান,সুপারি 💚
অন্যদিকে রংপুরের বদরগঞ্জেও আজ আমরা ৬০ জন মেহমানকে ইফতারের দাওয়াত দিয়েছিলাম।
ছোলা, বুন্দিয়া,মুড়ি, শরবত, আপেল,আঙ্গুর,তরমুজ,কলা,খেজুর ছিলো ইফতার আয়োজনে।
ছবিঃ আজকের ইফতার।
নোটঃ আমাদের একজন ডোনার উনার আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজনের খরচ দিয়েছেন। কুড়িগ্রাম, রংপুর দুই জায়গাতেই মেহমানগণ দোয়া করেছেন










No comments:

Post a Comment