রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বখশীগঞ্জ গ্রামের জনাব আকতার আলী বর্তমানে পেশায় দিনমজুর হলেও উনার একটি দোকান ছিলো, প্রায় ২ বছর আগে টাকার অভাবে মালামাল কিনতে না পেরে দোকান বন্ধ করে দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় আমরা গত ১৪ই এপ্রিল জনাব আকতার আলীকে দোকানটা নতুন করে চালু করার ১ম পর্যায়ে কিছু মালামাল কিনে দিয়েছি। মালামাল গুলি উনার চাহিদা মাফিকই কিনে দিয়েছি।
১ম পর্যায়ে কিনে দেওয়া মালামালের মধ্যে রয়েছে
০১। গুড় ০২। ভূষি ০৩। সয়াবিন তেল ০৪। সাবান ০৫। লবন ০৬। কয়েল
০৭। প্লাস্টিক সুতলি ০৮। পাটের সুতলি ০৯। চিনি ১০। ডাল ১১। টুথ পাউডার
১২। কাপড় কাচা সাবান ১৩। কাপড় কাচার পাউডার ১৪। টুথব্রাশ
মালামাল বুঝিয়ে দেয়ার পর রাকিবুল হাসানের মাধ্যমে জনাব আকতার আলীর সাথে ভিডিও কলে কথা বলার সময় উনি কোন কথা বলতে পারছিলেন না, উনার চোখে মুখে যে কৃতজ্ঞতা দেখেছি তা আসলে কথা বলার চেয়েও অনেক অনেক বেশি কিছু ছিলো। এতো অল্পতে কেউ এতো খুশি হতে পারে না দেখলে বিশ্বাস হবেনা কারো।
আমরা পরবর্তীতে উনার দোকানে আরও কিছু মালামাল কিনে দিবো। উল্লেখ্য যে আকতার আলীর দোকানটা আমরা আমাদের No Return Fund (এই ক্ষেত্রে যাকাত ফান্ড থেকে দিয়েছি)।
আল্লাহ তা'আলা দাতার দানকে কবুল করুন, দুনিয়া ও আখেরাতে উত্তম বিনিময় দান করুন আমীন।