You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Sunday, May 31, 2020

Shibber got GPA 5 in SSC

We are glad to inform you that Md. Shibber Mia got GPA 5 in SSC Exam this Year from Science.


He got scholarship from One Taka Fund and inshallah we will try our best to continue his scholarship until his entire study life. It is very happy day for One Taka Fund so today we will not discuss about his struggle of life to achieve such result. 

Monday, May 25, 2020

Sharing Happiness by One Taka Fund

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।

আজ আমাদের স্বেচ্ছাসেবকগণ তাদের ঈদ উদযাপনকে অনবদ্য করেছেন আরও একবার অন্যের মুখে হাসি ফুটিয়ে যা তাদের সাথে আমাদের ঈদ আনন্দকেও আজ বাড়িয়ে দিয়েছে।

৪২ টি পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কয়েকদিন ধরে তাঁদের চিন্তা ভাবনা আর পরিশ্রম আজ পূর্ণতা পেল। ঈদ উপহার বিলি করার জন্য সকাল থেকেই কাজে লেগে গিয়েছিলো সবাই, আসলে গতকালই অনেক কিছু গুছিয়ে রেখেছিলো  আজ যত তাড়াতাড়ি সম্ভব ঈদের উপহার সামগ্রী বিতরণ করবে বলে। প্রত্যেক পরিবারের জন্য হাফ কেজি গরুর মাংস, আলু, তেল, পেঁয়াজ, লবণ, আদা, রসুন, মাংস রান্না করার সব ধরনের মশলা দিয়ে সাজানো হয়েছিলো আজকের ঈদ উপহারের প্যাকেটগুলো।




মোঃ মোস্তাফিজুর রহমান রাজিবের ডোনেশনের কারনে আমরা আজ এই ঈদ উপহার তুলে দিতে পেরেছি ৪২ টি পরিবারের মাঝে। যারা বছরে মাত্র একবার (কুরবানির ঈদে)গরুর মাংস খেতে পারেন তাদের জন্যে আজকের এই উপহার টা ছিল একটা দারুণ সারপ্রাইজ গিফট।

আর এই ক্ষুদ্র উপহারে তাদের অকৃত্রিম হাসি টুকু ছিল আমাদের এই ঈদের বেস্ট গিফট। আসুন এই অকৃত্রিম হাসি টুকুই আমরা ছড়িয়ে দিই সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।





কৃতজ্ঞতা জানাচ্ছি মোঃ মোস্তাফিজুর রহমানকে

ধন্যবাদ মোঃ সাইফুদ্দিন ও স্বেচ্ছাসেবকগণকে

Sunday, May 24, 2020

Thanks to Md. Mostafizur Rahman

We are delighted to inform you that we have a new donor with 50 members.

Mr. Md. Mostafizur Rahman Rajib joined One Taka Fund as DF50 type donor i.e he donated for 50 Members. 

He is our 269th Donor. 



For his joining we have now 857 Members in One Taka Fund.

He also donated in Corona Gift Fund, with his donation we are planning to provide a Eid Surprise Gift for some needy people.

We are Thankful to Mr. Md. Mostafizur Rahman Rajib for joining us to create Story of Happiness for others. 

আবারো কুড়িগ্রামে বড় পরিসরে উপহার প্রদান


সম্মানিত ডোনারগন আপনারা জেনে খুশি হবেন গত ১৬.০৫.২০২০ ইং তারিখে One Taka Fund এর সার্বিক তত্ত্বাবধানে ও অর্থায়ণে বেরুবাড়ী ইউনিয়ন ও নাগেশ্বরী পৌরসভার একাংশের মানুষের মধ্যে করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকটে ৮০ টি পরিবারের মধ্যে ১৪টি পণ্যের সমন্বয়ে গঠিত প্যাকেট উপহার প্রদান করা হয়।

এছাড়াও আমাদের বাজেট থেকে কিছু টাকা সেইভ হওয়ায় আমরা আরো ১০ টি পরিবারকে ঈদের দিনে সকালের নাস্তার জন্য লাচ্ছা সেমাই,চিনি,মুড়ি উপহার দিয়েছি।আরও ২০জন মহিলাকে ব্লাউজ পিস উপহার দিয়েছি।




৮০ টি পরিবার এর উপহার প্যাক আমরা সাজিয়েছিলাম মসুর ডাল, পিয়াজ, লবণ, আলু, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ, শুঁটকি,লাচ্ছা সেমাই,চিনি,মুড়ি, গায়ে মাখা সাবান, কাপড় কাঁচা সাবান, নারিকেল তেল, ব্লাউজ পিস ও ব্লাউজ তৈরির জন্য ক্যাশ টাকা দিয়ে।

আর এই ঈদ উপহার বিতরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিতরবন্দ ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব জায়েদুর রহমান, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ মামুন-উল-হক, সাবেক ইউ,পি সদস্য মোঃ সাইফুর রহমান, বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী হরিশ্চন্দ্র সরকার এবং স্থানীয় মুরুব্বী মোঃ আশরাফ আলী।




এতে One Taka Fund এর সকল ডোনারদের জন্য দোয়া কামনা করা হয়।






শেষে স্বেচ্ছাসেবকরা সহ প্রায় ১৫ জন করোনার কারণে দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

আবারো ধন্যবাদ জানাচ্ছি উদয়ন ঘোষকে ১০০জনের জন্য ব্লাউজ পিস ও বানানোর খরচ সহ ডোনেট করার জন্য। 

আমরা অশেষ কৃতজ্ঞটা জানাচ্ছি মোঃ সাইফুদ্দিন এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের সকল সদস্যকে। তাঁদের অক্লান্ত পরিশ্রমের কারনে এতো সুন্দর ভাবে সব কিছু গুছিয়ে করা সম্ভব হয়েছে।


আপনাদের আন্তরিক সহযোগিতার জন্যেই ওয়ান টাকা ফান্ডের কার্যক্রম বাধাহীনভাবে এগিয়ে চলছে।









Thursday, May 21, 2020

Four Donors donated in Gift Fund

You will be happy to know that Four New Donors donated us total 14,200 tk in Corona Gift Fund.

An Anonymous Donor donated us 5000 tk for Helping others in Corona Crisis. 

Mijanur Rahman donated in Corona Gift Fund.

Tamim Shahriar Subeen donated in Corona Gift fund.

Nur E Jannath donated in Corona Gift Fund.





We are Thankful & Grateful to all of them for Trusting One Taka Fund to Help others.

Note: Please Help Your Poor Relatives First, after that Please Try to help us to help others...


Friday, May 15, 2020

We are Grateful to Udayan Ghosh

It is a great news for us that Udayan Ghosh gifted us 100 Pieces Blouse Piece with making charge for gifting among 100 women in Nagesshori, Kurigram. 




Actually we were facing fund crisis to gift blouse pieces along with food items. But Mr. Udayan Ghosh gave his helping hand to us to help others.


We are Thankful & Grateful to Udayan Ghosh for his Kindness. 

Not only this, previously he donated food items for 25 families for 6/7days.

http://www.onetakafund.org/2020/05/new-donation-in-corona-fund.html?m=1


Best Wishes for Udayan Ghosh from One Taka Fund.

Wednesday, May 13, 2020

সবিনয়ে জানতে চাই

গত ২৯ শে এপ্রিল কুড়িগ্রামে ৩৪ টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়ার সময়ই আমরা ঠিক করেছিলাম আমাদের করোনা গিফট ফান্ড যদি বৃদ্ধি পায় আমরা আবারো কুড়িগ্রামেই অসহায় পরিবারের পাশে থাকার চেষ্টা করবো। তখন উপহারের ব্যাগ দেখে একজন জানতে চেয়েছিলেন এতে নারিকেল তেলও আছে কিনা, আক্ষেপ করে বলেছিলেন কতদিন মাথায় তেল দেইনা ভুলেই গেছি। 

আশা করছি আগামী ১৬ই মে আগের চেয়েও দ্বিগুণ সংখক পরিবারের ৬/৭ দিনের খাদ্য সামগ্রী উপহার দিতে পারবো, অন্যান্য উপহারের সাথে নারিকেল তেল থাকবে ইনশাল্লাহ।

আগের বারের মতো এবার আমাদের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক উপহার সামগ্রী কি কি দিবো সেটার তালিকা তৈরির সময় একজন মুরুব্বী জানালেন ৬০/৭০ টাকার খাবার কম দিয়ে প্রত্যেক প্যাকেটে একটা করে ব্লাউজ পিস দেয়া গেলে তাহলে সেটা তাঁরা প্রায় ১ বছর ব্যবহার করতে পারবেন। ভেবে দেখুন কত দরিদ্র অঞ্চল এখনো বাংলাদেশে রয়েছে যাদের মাথায় তেল কবে দিয়েছেন মনে করতে পারেন না, ১ পিস ব্লাউজ ও সবার কেনার সামর্থ্য নেই। কারন আমরা যেখানে উপহার দিচ্ছি সেখানে ১৫/২০ টাকা দিয়ে বাজার করলেই নাকি ৫ জনের পরিবারের একদিনের দুই বেলা খাবার জুটে যায়। এবং এই টাকাটাও সবার হাতে সারা বছর থাকেনা। 



আমাদের একজন সম্মানিত ডোনার প্রশ্ন করেছিলেন একই জায়গায় কেন আবারো উপহার দিচ্ছি, আমরা উনাকে উপরের দুটি কথা জানালাম(তেল ও ব্লাউজ পিসের এমন অভাব বাংলাদেশেই হয়তো বিরল)। উনি শুনে সাথে সাথেই আরও ৪ টি পরিবারের উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার টাকা দিয়ে দিলেন। 

সম্মানিত ডোনার ও পাঠকদের কাছেও সবিনয়ে জানতে চাই বাংলাদেশের এমনএকটা অঞ্চলে আবারো উপহার সামগ্রী দেওয়া কি ভুল হচ্ছে আমাদের? একই জায়গায় আবারো দিচ্ছি বলে প্রশ্ন টা আপনাদের করছি। 
 Please Help us to Help others in their Critical Times 

Monday, May 11, 2020

Two Donor helped again

Mr. Faysal Ibne Khair & Mr. A.H.M Rahat Ahmed donated again in Corona Gift Fund.


Best Wishes and Thanks for them for helping us to help others in Corona Crisis.

New Donation in Corona Fund

We are Happy to inform you that Udayan Ghosh donated 10000tk for Corona Gift Fund.


Hopefully we will able to gift at least 20 families with 7 days food very soon with this donation.

We are Thankful & Grateful to Udayan Ghosh for Trusting One Taka Fund for helping needy people.


Sunday, May 10, 2020

Happy Mother's Day


Best Wishes, Love & Respect for All the Mothers in the World

Saturday, May 2, 2020

One Taka Fund এর উপহার সামগ্রী বিতরণ


সমানিত ডোনারদের অবগতির জন্য অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে গত ২৯ শে এপ্রিল ২০২০ বুধবার One Taka Fund এর করোনা গিফট ফান্ড থেকে আমরা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে ৩৪ টি পরিবারকে ৬/৭ দিনের খাদ্য সামগ্রী উপহার দিয়েছি।




উপহার বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং স্থানীয় মুরুব্বীগণ। উনারা সবাই One Taka Fund এর সকল ডোনারদের কল্যাণ কামনায় দোয়া পরিচালনার পাশাপাশি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করেছেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১/২ কেজি পেঁয়াজ, একটি করে মিষ্টি কুমড়া, ১/২ কেজি মসুর ডাল, ১/২ কেজি লবণ, ১/২ কেজি কাঁচা মরিচ, ১/২ লিটার সয়াবিন তেল ও শুঁটকি মাছ।

মোঃ সাইফুদ্দিন এর তত্ত্বাবধানে ১০ জনের স্বেচ্ছাসেবক দলের আন্তরিক সহযোগিতায় প্রায় ৪০ কেজি খাদ্য সামগ্রী ৩৪ টি পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত এবং সেখানে আরেকবার আরও বেশি পরিবারে উপহার দেওয়ার ইচ্ছা পোষণ করছি।

এছাড়াও ওইদিন আমরা ৫৫ জনকে ইফতার করাতে পেরেও সম্মানিত বোধ করছি।
আপনারা জেনে অবাক হবেন যে মাত্র ১৪৭৮০ টাকায় ৩৪ টি পরিবারের প্রায় ১৭০ জন সদস্যের ৬/৭ দিনের খাবার দিতে সক্ষম হয়েছি। আর মাত্র ১৫৪০ টাকায় ৫৫জনের ৭/৮ পদের ইফতার করাতে পেরেছি। ভেবে দেখুন আমরা কত টাকা অপচয় করি খাবারের পিছনে, খাবার অপচয় করার আগে দ্বিতীয় বার ভাবুন এই অসহায় মানুষদের কথা।

মোঃ সাইফুদ্দিনকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনা। আল্লাহ তাকে অনেক বড় করুক এই কামনা করছি।

স্বেচ্ছাসেবক দলের  আবু বকর সিদ্দিক, সাইফুর রহমান, মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম, ওমর ফারুক, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বুরহানুল ইসলাম ও ওয়ালিউল্লাহ অলির প্রতি অশেষ কৃতজ্ঞটা জানাচ্ছি One Taka Fund এর পক্ষ থেকে।  


One Taka Fund এর পলিসি হচ্ছে কাউকে স্বাবলম্বী করতে সহায়তা করা, কিন্তু করোনার এই দুর্যোগ মুহূর্তে যারা দিন আনে দিন খায় তাঁদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সদয় সহযোগিতা কামনা করছি। হতে পারে সেটা আপনার যাকাতের ক্ষুদ্র একটি অংশ কিংবা একটি পরিবারের এক সপ্তাহের খাবার তুলে দিতেও কিন্তু মাত্র ৫০০ টাকা দিয়েই সম্ভব, কারন এই অসহায় মানুষ গুলো খেতেই যেখানে পাচ্ছে না, সেখানে মাছ মাংস কিনে খাওয়া তাঁদের সাথে কৌতুক করার মতো ব্যাপার।


ধন্যবাদ সাড়া দেওয়ার জন্য



দেশে করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই আমরা ভাবছিলাম স্বল্প আয়ের মানুষের কথা কিংবা দিন আনে দিন খায় এমন পরিশ্রমী মানুষের কথা, যারা আসলে না খেয়ে থাকবে তাও মানুষের কাছে ভিক্ষা চাইবে না। 

তাঁদের পাশে দাড়াতে কিছু একটা উপায় বের করার জন্যই One Taka Fund এর  সম্মানিত ডোনারদের অনুমতি ছাড়াই একটা অংশ এমন মানুষদের খাবার জোগানোর জন্য আলাদা একটা Help Fund (পড়ুন Gift Fund) এর জন্য আলাদা করে রেখেছি। সাথে সাথে পরিচিত কিছু মানুষের কাছে শেয়ার করে কিছু সাহায্য চেয়েছি, তবে আমরা এটাও চাই এই দুর্যোগে সবাই যেন যার যার নিজের দরিদ্র আত্মীয় স্বজনের পাশে আগে দাঁড়ান।  

এরপরও মোঃ হাবিবুর রহমান, রিফাত সুলতানা, নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী বাংলাদেশী , ফয়সাল ইবনে খায়ের, রাহাত আহমেদ , আব্দুল কাদের খন্দকার আমাদের এই Gift Fund এ সহযোগিতায় এগিয়ে আসায় আমরা তাঁদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞটা জানাচ্ছি। 

পরিশ্রমী মানুষদের আমরা সাহায্য দিয়ে ছোট করতে চাইনা বলেই এটাকে আমরা Gift Fund বলতে চাই। তাঁদের এই বিপদে সামান্য উপহার দিয়ে তাঁদের দুর্যোগ মুহূর্তের সামান্য উপকার করতে পারলেও আমরা গর্বিত বোধ করবো। 

আশা করছি খুব দ্রুত এই দুর্যোগ কেটে যাবে, সবাই আবার নিজ নিজ কাজে ফিরবে সহসাই।