নতুন বছরের সূচনা লগ্নে(রাত ১২ঃ০৫ মিনিটে) সবাই ঢাকার আকাশের আতশবাজি দেখতে ব্যস্ত কিনবা যারা ঘুমিয়ে গিয়েছিলেন তাদের ও আতশবাজির শব্দে ঘুম ভেঙ্গেছে নিশ্চিত। ফোনে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মেসেজ কিংবা কল আসাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই মুহূর্তে আমার ফোনে বিকাশে কিছু টাকা Received হবার মেসেজ পেলাম, যে নাম্বার থেকে পেয়েছি সেখান থেকে আগেও অনেকবার পেয়েছি OneTakaFund এর জন্য। সাথে সাথেই আমার whatsapp এ মেসেজ পেলাম
এই মেসেজ পেয়ে মনে হয়েছে এর চেয়ে বড় স্বীকৃতি আর হয়না(এই কারনে বলছি যে, যে মুহূর্তে আমার বন্ধুটি Onetakafund এর কথা মনে করেছে,সেটাই সবচেয়ে অবাক করা বিষয়)।
২০২১ সালের ১১ই নভেম্বর Business Standard এ Onetakafund নিয়ে বেশ সুন্দর সুন্দর কথা লেখা হয়েছিলো, যদিও কথা গুলো সত্য কিন্তু Onetakafund এতো ছোট পর্যায়ে আছে যে, এটা নিয়ে ফিচার করার মতো এখনো কিছুই হয়নি।
তবে ২০২৩ সালের একদম শুরুতে একজন অন্তত Onetakafund কে ভালো কাজের স্বীকৃতি দিয়েছে, এটা আমাদের অনেক বেশি আপ্লূত করেছে ,সাথে সাথে দায়িত্ব বাড়িয়ে দিয়েছে মানুষের উপকারে কিছু করার জন্য। Onetakafund বিশ্বাস করে Happiness is Helping others