You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Saturday, May 2, 2020

ধন্যবাদ সাড়া দেওয়ার জন্য



দেশে করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই আমরা ভাবছিলাম স্বল্প আয়ের মানুষের কথা কিংবা দিন আনে দিন খায় এমন পরিশ্রমী মানুষের কথা, যারা আসলে না খেয়ে থাকবে তাও মানুষের কাছে ভিক্ষা চাইবে না। 

তাঁদের পাশে দাড়াতে কিছু একটা উপায় বের করার জন্যই One Taka Fund এর  সম্মানিত ডোনারদের অনুমতি ছাড়াই একটা অংশ এমন মানুষদের খাবার জোগানোর জন্য আলাদা একটা Help Fund (পড়ুন Gift Fund) এর জন্য আলাদা করে রেখেছি। সাথে সাথে পরিচিত কিছু মানুষের কাছে শেয়ার করে কিছু সাহায্য চেয়েছি, তবে আমরা এটাও চাই এই দুর্যোগে সবাই যেন যার যার নিজের দরিদ্র আত্মীয় স্বজনের পাশে আগে দাঁড়ান।  

এরপরও মোঃ হাবিবুর রহমান, রিফাত সুলতানা, নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী বাংলাদেশী , ফয়সাল ইবনে খায়ের, রাহাত আহমেদ , আব্দুল কাদের খন্দকার আমাদের এই Gift Fund এ সহযোগিতায় এগিয়ে আসায় আমরা তাঁদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞটা জানাচ্ছি। 

পরিশ্রমী মানুষদের আমরা সাহায্য দিয়ে ছোট করতে চাইনা বলেই এটাকে আমরা Gift Fund বলতে চাই। তাঁদের এই বিপদে সামান্য উপহার দিয়ে তাঁদের দুর্যোগ মুহূর্তের সামান্য উপকার করতে পারলেও আমরা গর্বিত বোধ করবো। 

আশা করছি খুব দ্রুত এই দুর্যোগ কেটে যাবে, সবাই আবার নিজ নিজ কাজে ফিরবে সহসাই।