We have helped BDT 4.2Million, which is equal to 1585tk help/day

Monday, May 25, 2020

Sharing Happiness by One Taka Fund

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।

আজ আমাদের স্বেচ্ছাসেবকগণ তাদের ঈদ উদযাপনকে অনবদ্য করেছেন আরও একবার অন্যের মুখে হাসি ফুটিয়ে যা তাদের সাথে আমাদের ঈদ আনন্দকেও আজ বাড়িয়ে দিয়েছে।

৪২ টি পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কয়েকদিন ধরে তাঁদের চিন্তা ভাবনা আর পরিশ্রম আজ পূর্ণতা পেল। ঈদ উপহার বিলি করার জন্য সকাল থেকেই কাজে লেগে গিয়েছিলো সবাই, আসলে গতকালই অনেক কিছু গুছিয়ে রেখেছিলো  আজ যত তাড়াতাড়ি সম্ভব ঈদের উপহার সামগ্রী বিতরণ করবে বলে। প্রত্যেক পরিবারের জন্য হাফ কেজি গরুর মাংস, আলু, তেল, পেঁয়াজ, লবণ, আদা, রসুন, মাংস রান্না করার সব ধরনের মশলা দিয়ে সাজানো হয়েছিলো আজকের ঈদ উপহারের প্যাকেটগুলো।




মোঃ মোস্তাফিজুর রহমান রাজিবের ডোনেশনের কারনে আমরা আজ এই ঈদ উপহার তুলে দিতে পেরেছি ৪২ টি পরিবারের মাঝে। যারা বছরে মাত্র একবার (কুরবানির ঈদে)গরুর মাংস খেতে পারেন তাদের জন্যে আজকের এই উপহার টা ছিল একটা দারুণ সারপ্রাইজ গিফট।

আর এই ক্ষুদ্র উপহারে তাদের অকৃত্রিম হাসি টুকু ছিল আমাদের এই ঈদের বেস্ট গিফট। আসুন এই অকৃত্রিম হাসি টুকুই আমরা ছড়িয়ে দিই সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।





কৃতজ্ঞতা জানাচ্ছি মোঃ মোস্তাফিজুর রহমানকে

ধন্যবাদ মোঃ সাইফুদ্দিন ও স্বেচ্ছাসেবকগণকে

No comments:

Post a Comment