You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Wednesday, March 25, 2020

মানুষ মানুষের জন্য


আসুন এই দুর্যোগ মুহূর্তে সবাই পাশের অসহায় মানুষের পাশে দাড়াই যার যার সাধ্য মতো।

আপনি চিন্তা ও করতে পারবেন না মাত্র ৫০ টাকায় ৫সদস্যের একটি পরিবারের এক বেলার খাবার হয়ে যাবে, তাই অযথা খাবার অপচয় না করে আপনার পাশের দরিদ্র প্রতিবেশীর কথা একটু ভাবুন। সামনে হয়তো অনেক কঠিন সময় আসবে, ঐ সময় যেন আপনার এলাকার মানুষ গুলো না খেয়ে না থাকে সেই দিকে একটু খেয়াল রাখুন। অন্তত তাদের কে ২/৩ কেজি চাল ১ কেজি ডাল কিনে দিন উপহার হিসেবে।

ভেবে দেখুন যারা দিন আনে দিন খায় তারা কিভাবে এই কঠিন সময় পার করবে, তাই বিলাসিতা পরিহার করে অন্যের দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য প্রস্তুত থাকুন।

এভাবেই আমরা সবাই ভালো থাকতে পারবো।


বলো কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি ।

অনুরোধক্রমে
মোঃ আরিফুর রহমান
www.onetakafund.org
www.treeformankind.org