গত বছর রোজায় সম্মানিত ডোনারদের মহতী উদ্যোগে আমরা ৫৭৫ জন রোজাদারকে ইফতার উপহার দিতে পেরেছি । ৩৭৫জনকে ইফতার এর পাশাপাশি রাতের/সেহেরির খাবারও উপহার দিতে পেরেছি।
রাতের খাবার+ইফতার এ গড় খরচ হয়েছিলো ৯০ টাকা (মোট ৩৪০০০ টাকা) আর শুধু ইফতার বাবদ গড় খরচ হয়েছিলো ৩০ টাকা মাত্র (মোট ৬০০০ টাকা)।
আশা করছি এবারো সম্মানিত ডোনারদের উদ্যোগে ইফতার উপহার দিতে পারবো ।
তবে জিনিসপত্রের অতিরিক্ত মূল্য বাড়ার কারনে হয়তো এবার ইফতার বাবদ গড়ে ৪৫ টাকা এবং রাতের খাবার+ইফতার এ গড় খরচ ১২০ টাকা লাগবে।
No comments:
Post a Comment