We have helped BDT 4.2Million, which is equal to 1585tk help/day

Wednesday, March 29, 2023

Happiness is Sharing Iftar2

 Happiness Story in Pictures on 5th Ramadan



গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর গ্রামের একটি এতিমখানা+মাদ্রাসায় ২৫জন বাচ্চাকে মেহমানদারীর সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। বাচ্চাদের আমরা ইফতার এর পাশাপাশি রাতের খাবারের ব্যবস্থা করেছিলাম রাশেদুজ্জামান রণ ভাইয়ের তত্ত্বাবধানে। রাশেদুজ্জামান রণ ভাইয়ের কারনেই বাচ্চাদের ইফতারকে Colorful করা সম্ভব হয়েছে। রাশেদুজ্জামান রণ ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। ছবিতেই রয়েছে বাকি গল্প। 

সম্মানিত ডোনারদের আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি, নাহলে এই উদ্যোগ কখনোই সম্ভব হতোনা। 

আপনারা জেনে খুশি হবেন যে একই দিনে (৫ম রোজায়) আমরা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নে ৩০জন মেহমানকে খেজুর, শসা, শরবত ও খাসির খিচুরী দিয়ে ইফতার আপ্যায়ন করেছি। 
উল্লেখ্য যে আমাদের ইচ্ছা বাকি রোজা গুলিতেও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইফতার এর আয়োজন চালিয়ে যাওয়ার।
তাই আপনারা চাইলে অন্যের সাথে ইফতার শেয়ার করতে পারেন আমাদের মাধ্যমে। 



No comments:

Post a Comment