১৭ বছর বয়সী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বখশীগঞ্জ গ্রামের মোঃ লামিম রহমান একজন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর।
লামিমের আব্বা একজন দিনমজুর, উনার খুব শখ ছিলো ছেলের জন্য একটা হুইল চেয়ার কেনার কিন্তু সংসারের ন্যূনতম খাবার খরচের চাহিদা মেটাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে হুইল চেয়ার কেনার কথা স্বপ্নে ভাবা গেলেও বাস্তবে সেটা প্রায় অসম্ভব।রাকিবুল হাসান একজন আলোকিত তরুণ যার ইচ্ছা মানুষের মুখে হাসি ফোটানো। আমরা ভাগ্যবান যে, রাকিবুল হাসান এর সাথে পরিচয় হয়েছে। রাকিবের কাছেই আমরা লামিমের ব্যাপারে জানতে পেরেছি।
লামিম ও তার পরিবারের মুখে হাসি ফোটাতে পেড়ে আমরা খুবই আনন্দিত ও নিজেদের ভাগ্যবান মনে করছি এবং এটা One of the Best Story of Happiness of One Taka Fund.
Faysal Ibne Khair ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, উনি উনার যাকাতের অংশ আমাদেরকে দান করাতেই এতো দ্রুত লামিমের হুইল চেয়ার এর চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে।
No comments:
Post a Comment