We have helped BDT 4.2Million, which is equal to 1585tk help/day

Friday, March 31, 2023

Happiness is Sharing Iftar3: 6th to 8th Ramadan

 


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার খামার নকুলা গ্রামে One Taka Fund এর(পড়ুন ডোনারদের) সার্বিক সহায়তা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে ৬ষ্ঠ,৭ম ও ৮ম রোজায় যথাক্রমে ৬০জন,৬৫জন ও ১৫০জন রোজাদারকে ইফতার করানো হয়।



 আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ১ম রোজা থেকেই আপনাদের আন্তরিকতাপূর্ণ ডোনেশনের মাধ্যমে ইফতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। রোজাদারগণ আমাদের এই আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আমরা আশাবাদী এই ইফতার প্রজেক্ট পুরো রোজার মাসজুড়ে চলমান থাকবে। 

সবার সার্বিক সহায়তা ও আন্তরিকতা একান্তভাবে কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম সাধনাকে কবুল করুক। আমীন।।

 

No comments:

Post a Comment