১৪ বছর বয়সী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বখশীগঞ্জ গ্রামের মোঃ আশরাফুল ইসলাম একজন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর। সে মোঃ লামিম রহমান এর ছোট ভাই। আমরা যেদিন লামিম কে হুইলচেয়ার টি উপহার দিয়েছিলাম সেদিনই ঠিক করেছিলাম যে আশরাফুলকেও একটি হুইলচেয়ার দিবো। কারন সেদিন আশরাফুলকে চেয়ারের সাথে বেধে রাখা হয়েছিলো যেন পড়ে না যায়। এটা দেখে রাকিবুল হাসানের কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করাতে Onetakafund এর Gift Fund থেকে আশরাফুলকেও আরেকটি হুইলচেয়ার দেওয়া হলো। উল্লেখ্য যে আশরাফুল ও লামিম এর আব্বা একজন দিনমজুর, উনার ইচ্ছা থাকলেও ছেলেদের জন্য হুইলচেয়ার কেনার সামর্থ্য নাই।
হুইলচেয়ার টি পেয়ে আশরাফুল ও তার পরিবার অত্যন্ত খুশি হয়েছেন!
এটাই আমাদের Story of Happiness..
এই Story of Happiness এর জন্য বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই বন্ধু এনামুল হক সরকার, মিজানুর রহমান, সমীর কুমার দাস ও উদয়ন ঘোষ তপুকে।
রাকিবুল হাসানকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আশরাফুলকে হুইলচেয়ারটি পৌঁছে দেওয়ার জন্য।
No comments:
Post a Comment