We have helped BDT 5.2Million, which is equal to 1857tk help/day

Wednesday, April 12, 2023

স্বল্প বাজেটের ইফতার/বাজার উপহার

যদিও One Taka Fund এর উদ্দেশ্য হচ্ছে সৎ ও দরিদ্র মানুষদের বিনা সুদে স্বল্প ব্যবসায়িক পুঁজি দিয়ে স্বাবলম্বী করতে সাহায্য করা, দান করা নয়।

তবে No Return Fund(Gift Fund/Zakat Fund) এ টাকা থাকা সাপেক্ষে আমরা উপহার হিসেবে দিয়ে থাকি মাঝে মাঝে


এরই অংশ হিসেবে গত ৫ই এপ্রিল রংপুরের বদরগঞ্জ উপজেলার বকশীগঞ্জ গ্রামে ২৫ টি পরিবারকে রাকিবুল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বল্প বাজেটের ইফতার/বাজার উপহার দেওয়া হয়েছে।


২৫ টি পরিবারকে দেওয়া ইফতার/বাজার সামগ্রী
১.ছোলা ৫০০ গ্রাম
২.ডিম ৪ টা
৩.খেজুর ৫০০ গ্রাম
৪.ডাল ৫০০ গ্রাম
৫.মুড়ি ৫০০ গ্রাম
৬.আলু ২ কেজি
৭.টমেটো ১ কেজি
৮. মিষ্টি কুমড়া ২ কেজি
৯.পিয়াজ ৫০০ গ্রাম
১০.মরিচ ৫০০ গ্রাম

 



 

গত ২৮শে মার্চও এই ২৫ টি পরিবারকে(১২টি পরিবারের জন্য আমাদের Gift Fund থেকে দেওয়া হয়েছে) রাকিবুল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বল্প বাজেটের ইফতার/বাজার উপহার দেওয়া হয়েছে। বাকি ১৩ টি পরিবারকে রাকিবুল হাসান নিজেই দিয়েছেন।


১২টি পরিবারকে দেওয়া ইফতার/বাজার উপহার সামগ্রী

১.ডাল ৫০০ গ্রাম

২.তেল ৫০০ গ্রাম

৩.চিড়া ৫০০ গ্রাম

৪.চিনি ৫০০ গ্রাম

৫.মুড়ি ৫০০ গ্রাম

৬.ছোলা ৫০০ গ্রাম

৭.খেজুর ৫০০ গ্রাম

৮. ডিম ৪ টা

ইফতার/বাজার সামগ্রী উপহার পেয়ে অসহায় মানুষ গুলো অনেক খুশি হয়েছেন।


 

Tuesday, April 11, 2023

We are serving our Guests with your Sharing Iftar

Please Share Your Iftar with us to serve more Guests in next 10/11 Days of Ramadan.. Happiness is Sharing Iftar with others


Monday, April 10, 2023

We are Thankful to Shekh Morshed Akhter

 

We are Grateful to Shekh Morshed Akhter for Choosing One Taka Fund to donate his Zakat/Portion of Zakat.

We are Thankful to Sangida Afrin

We are Thankful & Grateful to Sangida Afrin for Choosing One Taka Fund to donate her Zakat/Portion of Zakat.


We are also Grateful to Faysal Ibne Khair to motivate Sangida Afrin for her donation to One Taka Fund for helping others..

আজকে আমাদের মেহমান ১৮৫জন

বগুড়া জেলার সোনাতলা উপজেলার শিচারপাড়া(৩৫জন) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর(৭০জন) গ্রামের ১০৫জন মেহমানকে ইফতার ও সন্ধ্যা রাতের খাবার উপহার দেওয়া হয়েছে।


 
রাশেদুজ্জামান রণ ভাইয়ের তত্ত্বাবধানে এই আয়োজনে অংশ নেয়ার সুযোগ পেয়ে আমরা উনার কাছে কৃতজ্ঞ।

আজকের মেন্যুঃ
খেজুর, শসা, ছোলা, বুন্দিয়া ও পিঁয়াজু।
সাদা ভাত এবং আলু দিয়ে মুরগির মাংস


অন্যদিকে আজ ১৭তম রোজায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮০জন মেহমানকে ইফতার করানো হয়েছে। যা প্রথম রোজা থেকেই এখন পর্যন্ত চলমান।ইনশাল্লাহ সম্মানিত ডোনারদের শেয়ার করা ইফতার দিয়ে বাকি ১২/১৩ দিনও মেহমানদের আপ্যায়ন করার ইচ্ছা রয়েছে।

সাইফের তত্ত্বাবধানে তাঁর পরিবারের সদস্যদের আয়োজনে ১ম রোজা থেকেই কুড়িগ্রামের ৩টি গ্রামে মেহমানদের আপ্যায়ন করা হচ্ছে। ধন্যবাদ কৃতজ্ঞতা বলে তাঁদের আপ্যায়নের ঋন শোধ করা সম্ভব নয়।

আজকে কুড়িগ্রামের ইফতার মেন্যুঃ
১. বীফ খিচুড়ি
২. গুড়,লেবু ও ভেসজ শরবত
৩. খেজুর
৪. শশা

Sunday, April 9, 2023

কুড়িগ্রামে ইফাতার আপডেট

কুড়িগ্রামে গত ৬ দিনে(১১ থেকে ১৬ রোজা) ৫০+৬০+৬৫+৫০+৪৫+৮০= ৩৫০ জন মেহমানকে ইফতার করানো হয়েছে আপনাদের শেয়ার করা ইফতার দিয়ে।

যদিও মেনু খুব সাধারণ কিন্তু মেহমানগন তৃপ্তি নিয়ে খেয়েছেন সবাই
ডোনারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা আর সাইফ M D Saif ও তার পরিবার যেভাবে প্রতিদিন মেহমানদের
আপ্যায়ন করছেন সেটার কৃতজ্ঞতা জানানোর কোন ভাষা জানা নেই।
 

ইফাতার মেনু:
১. বীফ খিচুড়ি
২. গুড়,লেবু ও ভেসজ শরবত
৩. খেজুর
৪. শশা



Monday, April 3, 2023

700 Guests in 1st 10Days of Ramadan

We are extremely Grateful and Thankful to our Honorable donors who shared their Iftar with OneTakaFund.



Believing that "Happiness is Sharing Iftar", we requested our donors before starting of Ramadan to share their iftar with others. 

Donors cordial response give us courage and will to continue it for whole month.

You will Happy to know that in 1st 10Days of Ramadan we were able to serve 700 Guests with Iftar.

It is noted that our Menu was very simple(just Beef/Mutton/Chicken Khichuri with Dates and Sharbat) but our Guests were very much satisfied(read Delighted) with the menu. 

Moreover we invited them as honorable guest, and they realized that "it was not a donation it was truly invitation". 


Friday, March 31, 2023

Happiness is Sharing Iftar3: 6th to 8th Ramadan

 


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার খামার নকুলা গ্রামে One Taka Fund এর(পড়ুন ডোনারদের) সার্বিক সহায়তা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে ৬ষ্ঠ,৭ম ও ৮ম রোজায় যথাক্রমে ৬০জন,৬৫জন ও ১৫০জন রোজাদারকে ইফতার করানো হয়।



 আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ১ম রোজা থেকেই আপনাদের আন্তরিকতাপূর্ণ ডোনেশনের মাধ্যমে ইফতার কার্যক্রম পরিচালিত হচ্ছে। রোজাদারগণ আমাদের এই আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আমরা আশাবাদী এই ইফতার প্রজেক্ট পুরো রোজার মাসজুড়ে চলমান থাকবে। 

সবার সার্বিক সহায়তা ও আন্তরিকতা একান্তভাবে কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম সাধনাকে কবুল করুক। আমীন।।

 

Wednesday, March 29, 2023

Wheel Chair: A Story of Happiness


 

 










১৪ বছর বয়সী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বখশীগঞ্জ গ্রামের মোঃ আশরাফুল ইসলাম একজন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর। সে মোঃ লামিম রহমান এর ছোট ভাই। আমরা যেদিন লামিম কে হুইলচেয়ার টি উপহার দিয়েছিলাম সেদিনই ঠিক করেছিলাম যে আশরাফুলকেও একটি হুইলচেয়ার দিবো। কারন সেদিন আশরাফুলকে চেয়ারের সাথে বেধে রাখা হয়েছিলো যেন পড়ে না যায়। এটা দেখে রাকিবুল হাসানের কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করাতে Onetakafund এর Gift Fund থেকে আশরাফুলকেও আরেকটি হুইলচেয়ার দেওয়া হলো। উল্লেখ্য যে আশরাফুল ও লামিম এর আব্বা একজন দিনমজুর, উনার ইচ্ছা থাকলেও ছেলেদের জন্য হুইলচেয়ার কেনার সামর্থ্য নাই।

হুইলচেয়ার টি পেয়ে আশরাফুল ও তার পরিবার অত্যন্ত খুশি হয়েছেন!

এটাই আমাদের  Story of Happiness..

 

এই Story of Happiness এর জন্য বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই বন্ধু এনামুল হক সরকার, মিজানুর রহমান, সমীর কুমার দাস ও উদয়ন ঘোষ তপুকে। 

রাকিবুল হাসানকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আশরাফুলকে হুইলচেয়ারটি পৌঁছে দেওয়ার জন্য।