You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Wednesday, April 12, 2023

স্বল্প বাজেটের ইফতার/বাজার উপহার

যদিও One Taka Fund এর উদ্দেশ্য হচ্ছে সৎ ও দরিদ্র মানুষদের বিনা সুদে স্বল্প ব্যবসায়িক পুঁজি দিয়ে স্বাবলম্বী করতে সাহায্য করা, দান করা নয়।

তবে No Return Fund(Gift Fund/Zakat Fund) এ টাকা থাকা সাপেক্ষে আমরা উপহার হিসেবে দিয়ে থাকি মাঝে মাঝে


এরই অংশ হিসেবে গত ৫ই এপ্রিল রংপুরের বদরগঞ্জ উপজেলার বকশীগঞ্জ গ্রামে ২৫ টি পরিবারকে রাকিবুল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বল্প বাজেটের ইফতার/বাজার উপহার দেওয়া হয়েছে।


২৫ টি পরিবারকে দেওয়া ইফতার/বাজার সামগ্রী
১.ছোলা ৫০০ গ্রাম
২.ডিম ৪ টা
৩.খেজুর ৫০০ গ্রাম
৪.ডাল ৫০০ গ্রাম
৫.মুড়ি ৫০০ গ্রাম
৬.আলু ২ কেজি
৭.টমেটো ১ কেজি
৮. মিষ্টি কুমড়া ২ কেজি
৯.পিয়াজ ৫০০ গ্রাম
১০.মরিচ ৫০০ গ্রাম

 



 

গত ২৮শে মার্চও এই ২৫ টি পরিবারকে(১২টি পরিবারের জন্য আমাদের Gift Fund থেকে দেওয়া হয়েছে) রাকিবুল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বল্প বাজেটের ইফতার/বাজার উপহার দেওয়া হয়েছে। বাকি ১৩ টি পরিবারকে রাকিবুল হাসান নিজেই দিয়েছেন।


১২টি পরিবারকে দেওয়া ইফতার/বাজার উপহার সামগ্রী

১.ডাল ৫০০ গ্রাম

২.তেল ৫০০ গ্রাম

৩.চিড়া ৫০০ গ্রাম

৪.চিনি ৫০০ গ্রাম

৫.মুড়ি ৫০০ গ্রাম

৬.ছোলা ৫০০ গ্রাম

৭.খেজুর ৫০০ গ্রাম

৮. ডিম ৪ টা

ইফতার/বাজার সামগ্রী উপহার পেয়ে অসহায় মানুষ গুলো অনেক খুশি হয়েছেন।


 

No comments:

Post a Comment