We have helped BDT 5.2Million, which is equal to 1857tk help/day

Monday, April 10, 2023

আজকে আমাদের মেহমান ১৮৫জন

বগুড়া জেলার সোনাতলা উপজেলার শিচারপাড়া(৩৫জন) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর(৭০জন) গ্রামের ১০৫জন মেহমানকে ইফতার ও সন্ধ্যা রাতের খাবার উপহার দেওয়া হয়েছে।


 
রাশেদুজ্জামান রণ ভাইয়ের তত্ত্বাবধানে এই আয়োজনে অংশ নেয়ার সুযোগ পেয়ে আমরা উনার কাছে কৃতজ্ঞ।

আজকের মেন্যুঃ
খেজুর, শসা, ছোলা, বুন্দিয়া ও পিঁয়াজু।
সাদা ভাত এবং আলু দিয়ে মুরগির মাংস


অন্যদিকে আজ ১৭তম রোজায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮০জন মেহমানকে ইফতার করানো হয়েছে। যা প্রথম রোজা থেকেই এখন পর্যন্ত চলমান।ইনশাল্লাহ সম্মানিত ডোনারদের শেয়ার করা ইফতার দিয়ে বাকি ১২/১৩ দিনও মেহমানদের আপ্যায়ন করার ইচ্ছা রয়েছে।

সাইফের তত্ত্বাবধানে তাঁর পরিবারের সদস্যদের আয়োজনে ১ম রোজা থেকেই কুড়িগ্রামের ৩টি গ্রামে মেহমানদের আপ্যায়ন করা হচ্ছে। ধন্যবাদ কৃতজ্ঞতা বলে তাঁদের আপ্যায়নের ঋন শোধ করা সম্ভব নয়।

আজকে কুড়িগ্রামের ইফতার মেন্যুঃ
১. বীফ খিচুড়ি
২. গুড়,লেবু ও ভেসজ শরবত
৩. খেজুর
৪. শশা

No comments:

Post a Comment