রাশেদুজ্জামান রণ ভাইয়ের প্রত্যক্ষ
তত্ত্বাবধানে গত ২২শে রোজা(১৪ই এপ্রিল) বগুড়া জেলার সোনাতলা উপজেলার
শিচারপাড়া(৩৫জন) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর(৭০জন) গ্রামের
১০৫জন মেহমানকে ইফতার
ও সন্ধ্যা রাতের খাবার উপহার দেওয়া হয়।
মেন্যুঃ
খেজুর, শসা,
তরমুজ, মালটা, আপেল,
কলা, ছোলা, বুন্দিয়া ও
পিঁয়াজু।
সাদা ভাত, আলু দিয়ে গরুর মাংস...।
ইচ্ছা শক্তি স্বেচ্ছাসেবী সংগঠন ও
হিয়াতপুর সোসাইটির সকলের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা..
অন্যদিকে
কুড়িগ্রামে আমাদের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে নাগেশ্বরীর
বেরুবাড়িতে ৭০জন মেহমানকে
ইফতার করানো হয় খেজুর,শশা,সরবত ও বিফ বিরিয়ানি(তেহারি) দিয়ে।
সাইফ ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবেনা প্রতিদিন
এই আয়োজনের কষ্ট ভোগ করার জন্য।
No comments:
Post a Comment