You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Monday, April 17, 2023

২২শে রোজা(১৪ই এপ্রিল) ইফতার আপডেট

রাশেদুজ্জামান রণ ভাইয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ২২শে রোজা(১৪ই এপ্রিল) বগুড়া জেলার সোনাতলা উপজেলার শিচারপাড়া(৩৫জন) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর(৭০জন) গ্রামের ১০৫জন মেহমানকে ইফতার ও সন্ধ্যা রাতের খাবার উপহার দেওয়া হয়।


মেন্যুঃ

খেজুর, শসা, তরমুজ, মালটা, আপেল, কলা, ছোলা, বুন্দিয়া ও পিঁয়াজু।
সাদা ভাত, আলু দিয়ে গরুর মাংস...
 



ইচ্ছা শক্তি স্বেচ্ছাসেবী সংগঠন ও হিয়াতপুর সোসাইটির সকলের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা..

 

অন্যদিকে কুড়িগ্রামে আমাদের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে নাগেশ্বরীর বেরুবাড়িতে ৭০জন মেহমানকে ইফতার করানো হয় খেজুর,শশা,সরবত ও বিফ বিরিয়ানি(তেহারি) দিয়ে। 

সাইফ ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবেনা প্রতিদিন এই আয়োজনের কষ্ট ভোগ করার জন্য। 


No comments:

Post a Comment