১৩ই এপ্রিল(২১তম রোজায়) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর গ্রামের একটি এতিমখানা+মাদ্রাসায় ২৫জন বাচ্চাকে মেহমানদারীর সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। বাচ্চাদের আমরা ইফতার এর পাশাপাশি রাত ও সেহেরির খাবারের ব্যবস্থা করেছিলাম রাশেদুজ্জামান রণ ভাইয়ের তত্ত্বাবধানে। বাচ্চাদের পছন্দ অনুযায়ী মেনুর আয়োজন করার জন্য রাশেদুজ্জামান রণ ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ছবিতেই রয়েছে বাকি গল্প।
Courtesy:: Towhidul Islam Paurag ।
No comments:
Post a Comment