You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Friday, April 14, 2023

ছোট ছোট মেহমানদের আপ্যায়ন

১৩ই এপ্রিল(২১তম রোজায়) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর গ্রামের একটি এতিমখানা+মাদ্রাসায় ২৫জন বাচ্চাকে মেহমানদারীর সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। বাচ্চাদের আমরা ইফতার এর পাশাপাশি রাত ও সেহেরির খাবারের ব্যবস্থা করেছিলাম রাশেদুজ্জামান রণ ভাইয়ের তত্ত্বাবধানে। বাচ্চাদের পছন্দ অনুযায়ী মেনুর আয়োজন করার জন্য রাশেদুজ্জামান রণ ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ছবিতেই রয়েছে বাকি গল্প। 




Courtesy::  Towhidul Islam Paurag । 

No comments:

Post a Comment