আতাউর রহমান
পিতাঃ আফাজউদ্দিন প্রামাণিক
শাহবাজপুর, সোনাতলা, বগুড়া
পেশাঃ ভ্যান(লোন নিয়ে কিনেছে)চালক।
গৃহকর্মী স্ত্রী ও এক ছেলে(চতুর্থ শ্রেণীতে পড়ে)-এক মেয়ে(প্রথম শ্রেণীতে পড়ে)কে নিয়ে সংসার।
আমাদের মূল টার্গেট, একটা পরিবারের আমিষের ঘাটতি কিছুটা পূরণ করা এবং স্ব-ইচ্ছায় তাদের এই কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
তাই দাতার ইচ্ছানুযায়ী এই পরিবারের জন্য ৮টা দেশি মুরগী ও ২টা মোরগ এবং একটা খোঁয়ার উপহার দেওয়া হয়েছে। তারা যদি এ থেকে আমিষের ঘাটতি পূরণের কাজটা চলমান রাখতে পারে, তো ভালো। নাহলেও ক্ষতি নাই।
এটলিস্ট ঐ কয়টা মোরগ-মুরগি তো পরিবারসহ খেতে পারবে। তাছাড়া বাড়িতে যখন একটা খোঁয়াড় পড়ে থাকবে, তখন নিশ্চয় তা ফেলে রাখবেনা..
তবে অভাব-অনটনের সংসারে এই সাহায্য কাজে লাগবে বলে জানিয়েছেন আতাউর রহমান। এবং উনি মুরগী পালন করবেন বলেই কথা দিয়েছেন।
আমরা
ফয়সাল ইবনে খায়ের ভাইয়ের কাছে কৃতজ্ঞ, উনার যাকাত এর একটি অংশ Onetakafund
এ দিয়ে অসচ্ছল কাউকে স্বাবলম্বী হতে পাশে থাকার জন্য।
রাশেদুজ্জামান রন ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, উনার সার্বিক সহায়তা ছাড়া আমাদের কাজ এতো সহজ হতোনা।
** ধন্যবাদ মামুনুর রশিদকে মুরগী ও খোয়ার হস্তান্তর করার জন্য
No comments:
Post a Comment