You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Saturday, May 21, 2022

Story of Happiness by Zakat Fund

হয়তো আপনার যাকাতের পরিমান পুজি হিসেবে যথেষ্ট নয়তাহলে অন্তত এর অল্প অংশ আমাদেরকে দিন যা দিয়ে আমরা কাউকে স্বাবলম্বী করে দিতে চেষ্টা করবো ।কারন আমরা অনেকের দেওয়া অল্প অল্প অংশ একত্রিত করে কাউকে স্বাবলম্বী করে দিতে চেষ্টা করবো।  মাত্র ১০ টি শাড়ি ও লুঙ্গির টাকা দিয়েও একজন কে উপার্জনক্ষম করে দেওয়া সম্ভব।

এই ভদ্রমহিলাকে ৯টা মুরগি, ৩টা মোরগ এবং একটা খোঁয়াড় দেওয়া হলো

মোছাঃ তারা ভানু

স্বামীঃ মৃত সবুজ মিয়া

দড়ি হাঁসরাজ, মধুপুর, সোনাতলা, বগুড়া

 পেশাঃ গৃহকর্মী।

স্বামীর বাড়িতে থাকা নিরাপদ নয়। তাই বাবার বাড়িতে এসে কোনোমতে দিন গুজরান করছে। বড় মেয়ে নবম শ্রেণিতে পড়ে। ছোটটা স্কুলে যায় না। মায়ের সাথেই থাকে।

এই সাহায্য তাঁকে স্বপ্ন দেখাবে বলে আস্বস্ত করেছে।
 
আমরা ফয়সাল ইবনে খায়ের ভাইয়ের কাছে কৃতজ্ঞ, উনার যাকাত এর একটি অংশ Onetakafund এ দিয়ে অসচ্ছল কাউকে স্বাবলম্বী হতে পাশে থাকার জন্য। 
 
রাশেদুজ্জামান রন ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, উনার সার্বিক সহায়তা ছাড়া আমাদের কাজ এতো সহজ হতোনা। 

No comments:

Post a Comment