গত ২৭শে মে ২০২০, বগুড়া জেলার সোনাতলা উপজেলার ছয়ঘরিয়া পাড়াতে এই নলকূপটা বসানো হয়েছে। অতি দ্রুত নলকূপের গোড়া পাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
এই নলকূপ থেকে তিন পরিবারের ১৪/১৫জন মানুষ, নিয়মিত বিশুদ্ধ জল খেতে পারবে।
রাশেদুজ্জামান রণ ভাই বলেন "এবারের নলকূপটা স্থাপন করে অনেক বেশি শান্তি পেয়েছি। কারণ, রাস্তার পাশে হওয়াতে প্রতিদিন ১০০+ মানুষ(পথিক ও জমিতে কাজ করা শ্রমিক) পানি পানের সুযোগ পাবে।"
রাশেদুজ্জামান রণ ভাই এর মহতী উদ্যোগের সাথে শরিক হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। এখানে উল্লেখ্য যে, আমরা এই নলকূপ বসানোর খরচের ক্ষুদ্র একটি অংশ(২০-২৫%) মাত্র দিয়েছি।
রাশেদুজ্জামান রণ ভাই এর প্রতি অশেষ কৃতজ্ঞতা ।
No comments:
Post a Comment