You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Wednesday, June 1, 2022

প্রজেক্ট রমজান এ অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত

প্রিয় ডোনারদের ভালোবাসা ও সাহসকে সাথে নিয়ে রাশেদুজ্জামান রণ ভাইয়ের মহতী উদ্যোগ 'প্রজেক্ট রমজান' এর অংশ হিসাবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর গ্রামের ৭০জন এবং বগুড়া জেলার সোনাতলা উপজেলার দড়ি হাঁসরাজ গ্রামের ৩৫জন,মোট ১০৫জন মানুষকে ইফতার ও সন্ধ্যা রাতের খাবার উপহার প্রদানে অংশ নিতে পেরে Onetakafund অত্যন্ত আনন্দিত। Onetakafund কে এই সুযোগ দেওয়ার জন্য রাশেদুজ্জামান রণ ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ।

আমরা ২৪শে এপ্রিল, ২৭শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল ২০২২ এই তিন দিন ১০৫জন মানুষকে ইফতার ও সন্ধ্যা রাতের খাবার উপহার দিয়েছি। আমাদের আয়োজনের সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের সব মেহমানদের চোখে মুখে আনন্দ ও তৃপ্তি ছিলো দেখার মতো, আমরা যাকে বলি Story of Happiness.

২৪শে এপ্রিল মেন্যুঃ

খেজুর, শসা,কলা,মাল্টা,ছোলা, বুন্দিয়া। 


গরুর মাংস ভুনা ,কলিজা দিয়ে বুটের ডাল, পোলাও ও রসগোল্লা ।


২৭শে এপ্রিল মেন্যুঃ

খেজুর, শসা, ছোলা, বুন্দিয়া, পিঁয়াজু।

আলু দিয়ে ডিমের তরকারী এবং সাদা ভাত।


২৯শে এপ্রিল মেন্যুঃ

খেজুর, শসা, জিলাপি, ছোলা, বুন্দিয়া, পিঁয়াজু, কলা, মালটা ও তরমুজ।

গরুর ভুনা মাংস, সব্জি এবং সাদা ভাত।

২৯শে এপ্রিল ২০২২ এর কিছু মুহূর্ত

২৪শে এপ্রিল ২০২২ এর কিছু মুহূর্ত

২৭শে এপ্রিল ২০২২ এর কিছু মুহূর্ত

*প্রোজেক্ট রমজানের দায়িত্ব গ্রহণ করার জন্য হিয়াতপুর সোসাইটি ও দড়ি হাঁসরাজ স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্যদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা *

 

# ফয়সাল ইবনে খায়ের ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ২৯শে এপ্রিল আয়োজনের ব্যবস্থা করার জন্য।

# নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ডোনারকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা ২৪ ও ২৭ এপ্রিলের আয়োজনের  জন্য।




















No comments:

Post a Comment