একটা
বনে আগুন লেগে গেছে। সমস্ত বন তোলপাড়, দিশেহারা প্রাণীরা সব এসে
ভীড় করছে আগুনের চারপাশে। হা-হুতাশ চলছে।
এখন কী হবে? এখন কী হবে? সব তো শেষ। হায় হায়!
এখন কী হবে? এখন কী হবে? সব তো শেষ। হায় হায়!
বনের
পাশেই ছোট্ট এক পাহাড়ী নদী। কোথা থেকে আধ ইঞ্চি সাইজের এক হামিংবার্ড ছুটে এলো
হন্তদন্ত হয়ে-- তার ছোট্ট ঠোঁটে নদী থেকে নিয়ে আসা কিছুটা পানি। ফোঁটায় ফোঁটায় সে
পানি হামিং ঢেলে দিতে লাগলো আগুনে। এরপর আবার ফিরে গেল নদীতে। সেখান থেকে আবার
আগুনে। আবার নদীতে। এভাবে বিন্দু বিন্দু পানিতে সে নেভাতে চাইলো এক ভয়ংকর দাবানল।
প্রকান্ড
দাবানলের সাথে হামিংয়ের এই অসম যুদ্ধ দেখে সবাই অবাক-- পাগল ব্যাটা করে কী? সবচাইতে
ছোট্ট যে পাখি হামিং সে নেভাচ্ছে আগুন? ছু! ছু!
তাচ্ছিল্যভরে একজনের জিজ্ঞাসা -- "তুমি এটা কী করছো হামিং?"।
তাচ্ছিল্যভরে একজনের জিজ্ঞাসা -- "তুমি এটা কী করছো হামিং?"।
ব্যস্ত
ছোট্ট পাখিটির ব্যাকুল উত্তর-- "আমার সামর্থ্যে যতটুকু সম্ভব, আমি ততটুকুই
করছি। এর বেশি করার ক্ষমতা তো আমার নেই। "
আসুন হামিং বার্ডের মতো নিজ
অবস্থান থেকে প্রতিটি কাজের সর্বোচ্চ চেষ্টাটুকু করি। তা যত ক্ষুদ্রই হোক। যত
তুচ্ছই হোক।
No comments:
Post a Comment