We have helped BDT 4.2Million, which is equal to 1585tk help/day

Monday, April 15, 2024

Happiness is Sharing Food with Needy People

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাসব্যাপী ইফতার আয়োজনের পাশাপাশি এবারো ৯০ টি পরিবারকে ঈদ বাজার উপহার দেয়া হয়। উপহার পেয়ে সবাই অনেক খুশি হয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

Click to Enlarge


 

 

 

 

 

 

 

 

 

২০টি পরিবারকে দেয়া খাবার উপহারের প্রতি প্যাকেটে ছিলো চাল, তেল, মসুর ডাল, আলু, পেয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, কাচামরিচ, দুধ, চিনি, সেমাই ও মুড়ি ।

পাশাপাশি ৭০ টি পরিবারকে দেয়া ঈদ খাবার উপহারের প্রতি প্যাকেটে ছিলো দুধ, চিনি, সেমাই ও মুড়ি।

 


 

 

No comments:

Post a Comment