রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার চান্দুপাড়া গ্রামের মোছাঃ আরজেনা বেগম কে একটি সেলাইমেশিন উপহার দেওয়া হল।।
স্বামী দিনমজুর হওয়ায় স্বামীর পক্ষে একা সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছিলো । তাদের পরিবারে ২টি সন্তান রয়েছে,শশুর শাশুড়ী ।। দ্রব্যমূল্যের দাম বাড়ায় তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছিলো তাই স্বামীর পাশাপাশি স্ত্রী আরজেনা বেগম এর নিজ আবেদনের প্রেক্ষিতে তাকে ভালবাসার উপহার হিসেবে একটি সেলাইমেশিন প্রদান করা হয়েছে।
সেলাইমেশিন পেয়ে আরজেনা বেগম ও তার পরিবার অত্যন্ত খুশি হয়েছেন! আল্লাহ তা'আলা দাতার দানকে কবুল করুন, দুনিয়া ও আখেরাতে উত্তম বিনিময় দান করুন আমীন।
No comments:
Post a Comment