You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

Sunday, April 7, 2024

২৬শে রোজায় ৮৫জন মেহমান ইফতার করেছেন

২৬শে রোজায় বগুড়ার সোনাতলায় ২৫জন মাদ্রাসার ছাত্রকে ইফতার, রাতের ও সেহেরির খাবার দেয়া হয়। 

বুন্দিয়া,ছোলা,আপেল,মাল্টা,তরমুজ, কালোজাম,মুড়ি,জিলাপি ও শসা দিয়ে ইফতার।
গরুর মাংস দিয়ে সন্ধ্যা রাতের খাবার। 
সেহরিতে আলু ভাজি আর দুধ-কলা দিয়ে ভাত। 












অন্যদিকে কুড়িগ্রামে আমাদের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ৬০ জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন। মেহমানদের ৫০জন মহিলা ও ১০ জন পুরুষ। 




পেয়াজু ,ছোলা ,বুন্দিয়া, চপ, বেগুনি,কলা,খেজুর ও গুড়ের শরবত ছিলো ইফতারের মেনু।

ভাত, গরুর মাংস,আলু ভাজি, চর্বি ও হাড় দিয়ে মিস্টি কুমড়ার ঘাটি ছিলো রাতের খাবারের মেনু।

আজকের আয়োজনের জন্য মোঃ তৌহিদুল ইসলাম পরাগ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।

 

No comments:

Post a Comment