বুন্দিয়া,ছোলা,আপেল,মাল্টা,তরমুজ, কালোজাম,মুড়ি,জিলাপি ও শসা দিয়ে ইফতার।
গরুর মাংস দিয়ে সন্ধ্যা রাতের খাবার।
সেহরিতে আলু ভাজি আর দুধ-কলা দিয়ে ভাত।
অন্যদিকে কুড়িগ্রামে আমাদের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ৬০ জন মেহমান ইফতার ও রাতের খাবার খেয়েছেন। মেহমানদের ৫০জন মহিলা ও ১০ জন পুরুষ।
পেয়াজু ,ছোলা ,বুন্দিয়া, চপ, বেগুনি,কলা,খেজুর ও গুড়ের শরবত ছিলো ইফতারের মেনু।
ভাত, গরুর মাংস,আলু ভাজি, চর্বি ও হাড় দিয়ে মিস্টি কুমড়ার ঘাটি ছিলো রাতের খাবারের মেনু।
আজকের আয়োজনের জন্য মোঃ তৌহিদুল ইসলাম পরাগ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।
No comments:
Post a Comment