বিধবা এই ভদ্রমহিলার দু'টি সন্তান। বড় ছেলেটির বয়স মাত্র ১৫। এখনই বখাটের খাতায় নাম তুলেছে। সংসারে সাহায্য তো করেই না। বরং মায়ের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবুও হার না মানা এই মানুষটি গৃহকর্মীর কাজ করে, বহু কষ্টে সংসার নামক ঘানি টেনে চলেছেন।
গত ১৩ই এপ্রিল ২০২২, আমরা দু'টি ছাগল প্রদান করে এই মানুষটির ঘানি টানার কাজকে একটু সহজ করার জন্য চেষ্টা করেছি মাত্র...!
No comments:
Post a Comment