গত বছর(২০২৩) রোজায় সম্মানিত ডোনারদের মহতী উদ্যোগে আমরা ২৪১৫ জন রোজাদারকে ইফতার+রাতের খাবার উপহার দিয়েছিলাম। এতে আমাদের মোট খরচ হয়েছিলো ১১৭৮৯০ টাকা অর্থাৎ জনপ্রতি মাত্র ৪৮.৮০ টাকা। এত অল্প বাজেটের ইফতার খেয়েই সবাই এত তৃপ্ত ছিলেন যে আমরা অবাকই হয়েছি।
সম্মানিত ডোনারদের ইচ্ছা থাকলে এই বছরও আমরা ইফতারের আয়োজন করতে চাই। আর ইফতার কিন্ত একা একা খাওয়ার চেয়ে অন্যের সাথে শেয়ার করে খাওয়াই বেশি আনন্দের।
যদিও জিনিসপত্রের বাড়তি দামের জন্য এই বছর হয়তো জনপ্রতি প্রায় ৫৫/৫৬ টাকা লাগতে পারে।
No comments:
Post a Comment