কখনো কখনো জীবনের রুঢ় বাস্তবতা মানুষকে আত্মপ্রত্যয়ী করে তোলে। জীবন সংগ্রামে হার না মানা মানুষগুলো জীবনকে ক্রমাগত চ্যালেঞ্জ ছুঁড়ে এগিয়ে যায়। তেমনি এক প্রত্যয়ী নারীর প্রতিচ্ছবি আছিয়া বেগম । কিশোরগঞ্জের ভৈরব শহরে যিনি কাপড় ফেরি করে বেড়ান। সেই বিক্রির যৎসামান্য আয় দিয়ে সংসারের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। কিন্তু হাল ছেড়ে দেননি। নারী হয়ে ঘরে বসে থেকে অন্যের বোঝা হতে চাননি। চেয়েছেন নিজের বুদ্ধি আর কর্মদক্ষতা দিয়ে সংসারের অভাব দূর করতে। স্বপ্ন দেখেছেন ব্যবসায়ের পরিধিটা বড় করে নিজেকে সচ্ছল করে গড়ে তুলতে।
ভাগ্য নাকি পরিশ্রমীদের সহায় থাকে। আর One Taka Fund সেই সব পরিশ্রমী আর অসচ্ছল মানুষদের খুঁজে বেড়ায় যাদের হয়তো একটু আর্থিক আর মানসিক সমর্থন প্রয়োজন নতুন করে স্বপ্ন দেখানোর জন্য। ওয়ান টাকা ফান্ড নিজেদের সামান্য সঞয়টুকু নিয়ে এগিয়ে গিয়েছে আছিয়া বেগমের পাশে গত ১৮ জানুয়ারি ২০১৮। তার ফেরি করা কাপড়ের বৈচিত্র্য বাড়াতে,ব্যবসাটাকে আর একটু বড় করতে মাত্র ৫০০০ টাকা দিয়েছে । তথাকথিত ক্ষুদ্র ঋণ যেখানে ঋণের সুদ মড়ার উপর খাঁড়ার ঘা এই সকল অসচ্ছল মানুষদের জন্য সেখানে ওয়ান টাকা ফান্ডের এত সহজ শর্তে ঋণ দান আর সবার মত আছিয়া বেগমকেও আশ্চর্যান্বিত করেছে J
আর আমরা অবাক হয়েছি আছিয়া বেগমের কাজে গতি দেখে। গজ কাপড়ের সাথে এখন যোগ করেছে চাদর আর মেয়েদের থ্রিপিস। বাড়িয়েছে তার সামগ্রিক আয় আর পরিশোধ করছে একটু একটু করে আমাদের কাছে তার ঋণ টুকু যেন আর একজন অসচ্ছল,সংগ্রামী মানুষের কাছে নিজেদের স্বপ্ন নিয়ে পৌঁছে যেতে পারে ওয়ান টাকা ফান্ড...
আর আমরা অবাক হয়েছি আছিয়া বেগমের কাজে গতি দেখে। গজ কাপড়ের সাথে এখন যোগ করেছে চাদর আর মেয়েদের থ্রিপিস। বাড়িয়েছে তার সামগ্রিক আয় আর পরিশোধ করছে একটু একটু করে আমাদের কাছে তার ঋণ টুকু যেন আর একজন অসচ্ছল,সংগ্রামী মানুষের কাছে নিজেদের স্বপ্ন নিয়ে পৌঁছে যেতে পারে ওয়ান টাকা ফান্ড...
No comments:
Post a Comment