We have helped BDT 5.2Million, which is equal to 1857tk help/day

Sunday, May 29, 2022

ভালো কিছুর আশায় আরেকটি Story of Happiness

হেল্প(HELP=High Encouragement of Low Performer)->আমাদের ড্রিম প্রোজেক্ট। এর মাধ্যমে আমরা মূলত একটা পরিবারের প্রচেষ্টাতে সামান্য সহায়তা করবো। যাতে তার পরিশ্রমটা স্বার্থক হয়।

এই প্রোজেক্টের মাধ্যমে সহায়তা পাওয়া পরিবারটিকে আমরা এক বছর পর্যবেক্ষণে রাখবো। এরপর বিচার-বিশ্লেষণের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আশাকরছি দুই বছরের মধ্যে পরিবারটি 'স্বাবলম্বী পরিবার' হিসাবে সমাজে অবদান রাখবে।



গত পাঁচ বছর নানা প্রকার অভিজ্ঞতা অর্জন ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা উপলব্ধি করেছি যে, শূন্য পাত্রে কিছু রাখা যাবেনা।

-> এই ভদ্রমহিলা কর্মঠ মানুষ। স্বামী ভ্যান(লোন করে কেনা) চালক। ছোট মেয়েটি স্কুলে পড়ে। বড় মেয়েটিকে বিয়ে দিয়েছে। ছোট এই পরিবারটিকে একটু সাহস দেওয়ার জন্য ছিল আমাদের এই উপহার। আশাকরি সামনে ভালো কিছু হবে...


*আমরা হেল্প প্রোজেক্টের মাধ্যমে কোনো পরিবারের পুরো দায়িত্ব নিবোনা। শুধু তার পাশে থেকে একটু সাহস যোগাবো, ব্যস!




 

উপরের কথা গুলো রাশেদুজ্জামান রণ ভাইয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া। রাশেদুজ্জামান রণ ভাইয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা মোছাঃ শাপলা বেগমের(সোনাতলা, বগুড়া) পরিবারকে এই দুইটি ছাগল উপহার দিয়েছি আমাদের যাকাত ফান্ড থেকে।

রাশেদ ভাইয়ের মতো আমরাও আশা করি "সামনে ভালো কিছু হবে"।

রাশেদুজ্জামান রণ ভাই এর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা


গত ২৭শে মে ২০২০, বগুড়া জেলার সোনাতলা উপজেলার ছয়ঘরিয়া পাড়াতে এই নলকূপটা বসানো হয়েছে। অতি দ্রুত নলকূপের গোড়া পাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। 


এই নলকূপ থেকে তিন পরিবারের ১৪/১৫জন মানুষ, নিয়মিত বিশুদ্ধ জল খেতে পারবে। 










রাশেদুজ্জামান রণ ভাই বলেন "এবারের নলকূপটা স্থাপন করে অনেক বেশি শান্তি পেয়েছি। কারণ, রাস্তার পাশে হওয়াতে প্রতিদিন ১০০+ মানুষ(পথিক ও জমিতে কাজ করা শ্রমিক) পানি পানের সুযোগ পাবে।"

রাশেদুজ্জামান রণ ভাই এর মহতী উদ্যোগের সাথে শরিক হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। এখানে উল্লেখ্য যে, আমরা এই নলকূপ বসানোর খরচের ক্ষুদ্র একটি অংশ(২০-২৫%) মাত্র দিয়েছি।

 রাশেদুজ্জামান রণ ভাই এর প্রতি অশেষ কৃতজ্ঞতা ।