You can share your Ifter(50tk) or Ifter+Dinner(120tk) with others !! You can Choose One Taka Fund for donating your Zakat Fund to make someone Self Dependent

FAQ


১ টাকার ফান্ডের উদ্দেশ্য কি ?


One Taka Fund এর উদ্দেশ্য হচ্ছে সৎ দরিদ্র মানুষদের বিনা সুদে স্বল্প ব্যবসায়িক পুঁজি দিয়ে স্বাবলম্বী করতে সাহায্য করা

মেম্বার ও ডোনার এর মাঝে তফাৎ কি ?


আমাদের ২ ধরনের ডোনার রয়েছে DS & DF টাইপ । DF টাইপ ডোনার হচ্ছে Donor with Family. DS টাইপ ডোনার হচ্ছে Donor Singly. DF03 মানে হচ্ছে একজন ডোনার কিন্তু মেম্বার ৩ জন। মুলত DF টাইপ ডোনার এর জন্যই মেম্বার এর সংখ্যা ডোনার এর চেয়ে বেশী। আমরা ও চাই সবাই যেন DF টাইপ ডোনার হয়ে অন্যকে সাহায্য করতে এগিয়ে আসুন।
 

এই অল্প টাকা দিয়ে কিভাবে সাহায্য করা সম্ভব?

১ টাকা খুবই অল্প কিন্তু একসাথে যদি অনেক মানুষের টাকা একত্রে করা যায় সেটা দিয়ে কারো কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই সম্ভব।

১ টাকা করে কি সবসময় দিতে হবে?

না। আমরা আপাতত ৬মাসের একটা পাইলট প্রকল্প নিয়ে দেখতে চাই আসলেই কতজনকে প্রকৃত পক্ষে সাহায্য করা যায়।

কতজন আর টাকা দিবে?

আমরা আশা করছি এই ৬ মাসে অন্তত ৫০০ জনকে পাবো যারা “১ টাকার ফান্ডে” টাকা দিতে স্বেচ্ছায় রাজি হবেন।


কর্মসংস্থানের ব্যবস্থা বলতে কি বুঝানো হচ্ছে?

আমরা হয়তো কাউকে রিকশা কিনে দিতে পারি, কিংবা চাষ করার জন্য নগদ টাকা দিয়ে চাষের খরচ দিতে পারি। কাউকে ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে দিতে পারি। পাইকারি মূল্যে ডিম কিনে কাউকে বিক্রি করার জন্য দিতে পারি।

খাবার জন্য কিংবা কাপড় কিনে সাহায্য করার জন্য এই ১ টাকার ফান্ডের টাকা ব্যবহার হবে কিনা?

না। আমরা আসলে চাচ্ছি কাউকে অল্প করে হলেও স্বাবলম্বী করে তুলতে তাই আমাদের সাহায্য টা এই খাতে দেয়া হবেনা।

কারো পরামর্শ নেয়া হবে কিনা?

অবশ্যই আমরা আপনার পরামর্শ চাচ্ছি কিভাবে অন্যকে স্বল্প খরচে উপার্জনের ব্যবস্থা করে দেয়া যায়। 

Influential Donor মানে কি ?
কেউ যদি অন্তত ১২ জন ডোনার কে ১ টাকার ফান্ডে অন্যকে সাহায্য করতে উৎসাহিত করে সে/তারা আমাদের Influential Donor।

ফেসবুক পেজ আছে কি ?

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এবং শেয়ার করে অন্যকে জানান।হয়তো আপনার পরিচিত কেউ অন্যকে সাহায্য করতে উৎসাহিত হতে পারে। 
facebook.com/onetakafund

আরও বিস্তারিত জানতে হলে?

Email:  onetakafund@gmail.com
Call:     01730318177