১ টাকার ফান্ডের উদ্দেশ্য কি ?
One
Taka Fund এর উদ্দেশ্য
হচ্ছে সৎ ও
দরিদ্র
মানুষদের
বিনা
সুদে
স্বল্প
ব্যবসায়িক
পুঁজি
দিয়ে
স্বাবলম্বী
করতে
সাহায্য
করা
মেম্বার ও ডোনার এর মাঝে তফাৎ কি ?
মেম্বার ও ডোনার এর মাঝে তফাৎ কি ?
আমাদের ২ ধরনের ডোনার রয়েছে DS & DF টাইপ
। DF টাইপ ডোনার হচ্ছে Donor with Family. DS টাইপ ডোনার হচ্ছে Donor Singly. DF03 মানে হচ্ছে একজন ডোনার কিন্তু মেম্বার ৩ জন। মুলত DF টাইপ ডোনার এর জন্যই
মেম্বার এর সংখ্যা ডোনার এর চেয়ে বেশী। আমরা ও চাই সবাই যেন DF টাইপ ডোনার হয়ে অন্যকে
সাহায্য করতে এগিয়ে আসুন।
১ টাকা খুবই অল্প কিন্তু একসাথে যদি অনেক মানুষের
টাকা একত্রে করা যায় সেটা দিয়ে কারো কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই সম্ভব।
না। আমরা আপাতত ৬মাসের একটা পাইলট প্রকল্প নিয়ে
দেখতে চাই আসলেই কতজনকে প্রকৃত পক্ষে সাহায্য করা যায়।
কতজন আর টাকা দিবে?
আমরা আশা করছি এই ৬ মাসে অন্তত ৫০০ জনকে পাবো
যারা “১ টাকার ফান্ডে” টাকা দিতে স্বেচ্ছায় রাজি হবেন।
কর্মসংস্থানের ব্যবস্থা বলতে কি বুঝানো হচ্ছে?
আমরা হয়তো কাউকে রিকশা কিনে দিতে
পারি, কিংবা চাষ করার জন্য নগদ টাকা দিয়ে চাষের খরচ দিতে পারি। কাউকে ছোট্ট একটা
চায়ের দোকান দিয়ে দিতে পারি। পাইকারি মূল্যে ডিম কিনে কাউকে বিক্রি করার জন্য দিতে
পারি।
না। আমরা আসলে চাচ্ছি কাউকে অল্প করে হলেও স্বাবলম্বী
করে তুলতে তাই আমাদের সাহায্য টা এই খাতে দেয়া হবেনা।
অবশ্যই আমরা আপনার পরামর্শ
চাচ্ছি কিভাবে অন্যকে স্বল্প খরচে উপার্জনের ব্যবস্থা করে দেয়া যায়।
Influential Donor মানে কি ?
কেউ যদি অন্তত ১২ জন ডোনার কে ১ টাকার ফান্ডে অন্যকে সাহায্য করতে উৎসাহিত করে সে/তারা আমাদের Influential Donor।
ফেসবুক পেজ আছে কি ?
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এবং শেয়ার করে অন্যকে জানান।হয়তো আপনার পরিচিত কেউ অন্যকে সাহায্য করতে উৎসাহিত হতে পারে।
facebook.com/onetakafund
আরও বিস্তারিত জানতে হলে?
Email: onetakafund@gmail.com
Call: 01730318177
Influential Donor মানে কি ?
কেউ যদি অন্তত ১২ জন ডোনার কে ১ টাকার ফান্ডে অন্যকে সাহায্য করতে উৎসাহিত করে সে/তারা আমাদের Influential Donor।
ফেসবুক পেজ আছে কি ?
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এবং শেয়ার করে অন্যকে জানান।হয়তো আপনার পরিচিত কেউ অন্যকে সাহায্য করতে উৎসাহিত হতে পারে।
facebook.com/onetakafund
আরও বিস্তারিত জানতে হলে?
Email: onetakafund@gmail.com
Call: 01730318177