We have helped BDT 4.2Million, which is equal to 1585tk help/day

Wednesday, January 22, 2025

TubeWell Floor

 



TubeWell for Farmers


কৃষক ভাইদের জন্য টিউবওয়েলটির আবেদন ছিলো বেশ কিছুদিন ধরেই। গিফট ফান্ডে ব্যালেন্স না থাকায় আমরা অপেক্ষা করছিলাম কিন্তু ইচ্ছা ছিলো টিউবওয়েলটি কৃষক ভাইদের জন্য উপহার দেয়ার।

ফয়সাল ইবনে খায়ের ভাই ও বন্ধু মোঃ মিজানুর রহমানের ডোনেশন আসার সাথে সাথেই রাকিবুল হাসানকে জানালে পরের দিনই টিউবওয়েল কিনে আনা হয় কিন্তু টিউবওয়েল বসানোর মিস্ত্রিদের সময় দিতে দেরি করায় মোটামুটি ৭দিন লেগেছে পাকা করা সহ টিউবওয়েলটি ব্যবহার উপযোগী করতে।


টিউবওয়েলটি থেকে উপকার ভোগী হবেন মূলত আশে পাশের কৃষক ভাইয়েরা এবং ভাটার শ্রমিকগণ।
 
স্থানঃ গ্রাম: বুজরুক বাগবাড়, ইউনিয়ন: ১৪ নং বিষ্ণুপুর, উপজেলা: বদরগঞ্জ, জেলা: রংপুর

আমাদের সাথে যুক্ত হয়ে আপনি ও পারেন নতুন দৃষ্টিকোণ থেকে নতুন Story of Happiness তৈরি করতে।